ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব

প্রকাশিত: ১১:০২, ২ মার্চ ২০২০

 ভোটার হয়ে ভোট  দেব, দেশ গড়ায় অংশ নেব

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভোটার দিবস আজ সোমবার। গত বছর থেকে প্রথমবারের মতো এই ভোটার দিবস পালন করছে ইসি। তবে প্রথম বছর ১ মার্চ ভোটার দিবস হিসেবে পালন করা হলেও এবার থেকে প্রতি বছর ২ মার্চ ভোটার দিবস পালন করা হবে। জাতীয় ভোটার দিবস পালনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব।’ ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দেশে নাগরিকদের ভোটার হতে উৎসাহিত করতেই প্রতি বছর ভোটার দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় ভোটার দিবস উপলক্ষে সোমবার সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে। এছাড়া বেলা তিনটায় রয়েছে আলোচনা সভা। সভায় আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনার এবং কমিশনের উর্ধতন কর্মকর্তারা এতে অংশ নেবেন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন মূলত ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছর জাতীয় ভোটার দিবস পালনের সিদ্ধান্ত নেয় সরকার। ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১ মার্চ জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর গত বছর প্রথমবারের মতো ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হয়। পরবর্তীতে ১ মার্চের পরিবর্তে ২ মার্চ জাতীয় ভোটার দিবস করা হয়েছে। আজ সোমবার জাতীয় ভোটার দিবস পালনের জন্য কমিশনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী নেয়া হয়েছে। এদিকে আগামী ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে মুজিব জন্মশতবার্ষিকী। ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষে নানা কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে ইসি। মুজিব জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের শুভেচ্ছাস্বরূপ এবারই প্রথমবারের মতো ১৮ বছরের কম বয়সীদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেয়ার কার্যক্রম শুরু করতে চায় ইসি। পর্যায়ক্রমে দেশের সব বয়সী নাগরিকদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেয়া হবে। গত বছর ভোটার তালিকা হালনাগাদে এক সঙ্গে চার বছরের তথ্য হালনাগাদ করা হয়েছে। এর মধ্যে যাদের বয়স ১৮ বছর তাদের সরাসরি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৮ বছরের কম বয়সীদের তথ্যও সংগ্রহ করা হয়েছে। এসব নাগরিকদের বয়স ১৮ বছর হলে সরাসরি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে আগে শুধু ভোটার হওয়া নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেয়া হলেও এবার ১৮ বছরের কম বয়সীদেরও জাতীয় পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ ভোটার দিবসে প্রত্যেক উপজেলায় নির্বাচিত কিছু সংখ্যক নাগরিকের হাতে এই জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন পর্যায়ক্রমে দেশের সব বয়সী নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। এসব নাগরিকদের পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। এনআইডি অনুবিভাগের উপ-পরিচালক আরাফাত আরা স্বাক্ষরিত এ সম্পর্কিত এক নির্দেশনায় বলা হয়েছে, মুজিববর্ষের অনুষ্ঠানে শুভেচ্ছাস্বরূপ প্রতি উপজেলা বা থানায় ১৬ ও ১৭ বছর বয়সী ১০ নাগরিকের হাতে এনআইডি তুলে দেয়া যেতে পারে। এজন্য প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেয়ার জন্য বলেছে কমিশন। এছাড়া আজ ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটার হওয়া নাগরিকের হাতের জাতীয় পরিচয়পত্র সরবরাহ শুরু করতে চায় ইসি। প্রথমে সীমিত আকারে দেয়া হলেও পরবর্তীতে এই কার্যক্রম আরও বাড়নো হবে। ইসির এনআইডি অনুবিভাগের উপ-পরিচালক আরাফাত আরা স্বাক্ষরিত নির্দেশনায় আরও বলা হয়েছে ২ মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষে সারাদেশে ব্যাপক অনুষ্ঠান সূচীর আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে একই দিনে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে। দৈনন্দিন জীবনে নাগরিক সেবা আরও সহজ করার লক্ষ্যে নির্বাচন কমিশন ২০১৯ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিবন্ধিত ১৮ বছরের কম বয়স্ক নাগরিকগণকে স্বল্প সময়ে জাতীয় পরিচয়পত্র প্রদানের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে এবং এ বিষয়ে আইটি শাখা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে। নতুন নিবন্ধিত নাগরিকগণের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র মুদ্রণের জন্য জেলা নির্বাচন অফিসে প্রয়োজনীয় লিংক প্রদান করা হয়েছে। এই লিংকের মাধ্যমে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এবারের হালনাগাদ ভোটার তালিকা হতে অর্থাৎ ২ মার্চ যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তা হতে প্রত্যেক উপজেলার জন্য কমপক্ষে ১০ জন ভোটারের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র জেলা হতে মুদ্রণ করে উপজেলায় বিতরণ করতে হবে। মুদ্রিত জাতীয় পরিচয়পত্রসমূহ প্রতিটি উপজেলায় অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভোটারদের মাঝে বিতরণ করার জন্য অনুরোধ করা যেতে পারে। পরবর্তীতে হালনাগাদে অন্তর্ভুক্ত সকল ভোটারকে স্মার্ট কার্ড মুদ্রণ করে সরবরাহ করা হবে উল্লেখ করা হয়েছে।
×