ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া থাইল্যান্ডে করোনায় প্রথম মৃত্যু

প্রকাশিত: ১১:০১, ২ মার্চ ২০২০

 যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া  থাইল্যান্ডে  করোনায়  প্রথম মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ একমাত্র এ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশে ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা প্রায় তিন হাজার এবং আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে গেছে। নতুন এ করোনাভাইরাসটিতে মৃত ও আক্রান্তদের অধিকাংশই চীনের নাগরিক। গত বছরের শেষ দিনে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়। তারপর থেকে এ পর্যন্ত বিশ্বের ৫৪টি দেশে ভাইরাসটির প্রাদুর্ভাব ছড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। খবর স্ট্রেইট টাইমস, সংবাদ প্রতিদিন, সিএনএন, এনডিটিভি, এএফপি, বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট, আল-জাজিরা ও ইয়াহু নিউজের। ২৯ ফেব্রুয়ারি চীনের মূল ভূখণ্ডে নতুন করে আরও ৫৭৩ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আগের দিনের ৪২৭ জনের তুলনায় এদিন নতুন আক্রান্তের সংখ্যা ফের বৃদ্ধি পায়। গত এক সপ্তাহে একদিনে নতুন আক্রান্তের এটিই সর্বোচ্চ সংখ্যা বলে রবিবার জানিয়েছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এদিন নতুন আক্রান্তের ঘটনা মূলত উহানেই সীমাবদ্ধ ছিল। এই শহরটিকেই নোভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের উৎসস্থল হিসেবে বিবেচনা করা হয়। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায় ও থাইল্যান্ডে প্রথম মৃত্যু করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে এক জনের মৃত্যু হয়েছে। ওয়াশিংটন স্বাস্থ্য দফতর বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যু। অন্যদিকে এই ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ড ও ফিনল্যান্ড থেকেও প্রথমবারের মতো করোনায় মৃত্যুর খবর পাওয়া গেছে। ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেফারি ডচেন জানান, ৫০ বছর বয়সী আক্রান্ত এক ব্যক্তি শুক্রবার মারা গেছেন। ওয়াশিংটনের গবর্নর জে ইনস্লি জানান, ‘নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’ ৬ ফেব্রুয়ারি চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত এক মার্কিনীর মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের পর্যন্ত ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোসহ বেশ কয়েকটি শহরে ইতোমধ্যে স্বাস্থ্যগত জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। যাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে তারা ভাইরাস অন্য কোন দেশে ভ্রমণে যাননি। তা সত্ত্বেও কীভাবে সংক্রমণ ছড়াল তা নিয়ে চিন্তিত দেশটির প্রশাসন। করোনাভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে ফিরিয়ে আনা ৭৮ বছর বয়সী এই ব্যক্তি রবিবার পার্থের একটি হাসপাতালে মারা গেছেন। মৃত ব্যক্তির স্ত্রীও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। রবিবার দেশটিতে নতুন করে দুইজন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ায় ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে একজনের মৃত্যু হয়েছে। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি ডেঙ্গু জ্বরেও আক্রান্ত হয়েছিলেন। রবিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন রোগ নিয়ন্ত্রণ দফতরের মহাপরিচালক সুয়ানচাই ওয়াত্তনায়িংচারোয়েন। গত জানুয়ারি থেকে থাইল্যান্ডে ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপরদিকে ১১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনাভাইরাসে ইরানের এক সংসদ সদস্যের মৃত্যু ॥ ইরানের এক সংসদ সদস্য করোনাভাইরাসের সংক্রমণে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। শনিবার ওই সংসদ সদস্যসহ ইরানে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এ রোগে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৯৩ জন। আক্রান্তদের মধ্যে ইরানের ভাইস প্রেসিডেন্ট, স্বাস্থ্য উপমন্ত্রী এবং পাঁচজন সংসদ সদস্য রয়েছেন। এ কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির সংসদ। এছাড়া মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকবে কনসার্ট ও খেলার অনুষ্ঠানসহ জন সমাগমের সব স্থান। হাসপাতালে রোগীদের দেখতে যাওয়ার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। দ. কোরিয়ায় আক্রান্ত ৩৭৩৬, মৃত্যু ১৮ ॥ দক্ষিণ কোরিয়ায় নতুন করে ২১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। স্থানীয় সময় রবিবার বিকেলে কোরিয়া সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনসন জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৩৬। অপরদিকে এই ভাইরাসে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায় এবং মৃত্যু ইরানে। সিঙ্গাপুরে ১০০ পেরোল করোনা আক্রান্তের সংখ্যা, আইসিইউতে ৭ ॥ সিঙ্গাপুরে নতুন করে চার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জন। এর মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সবাইকে আইসিইউতে রাখা হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ)। তবে এরপর এখন পর্যন্ত দেশটিতে আর কেউ করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। মালয়েশিয়া ফেরত ভারতীয় যুবকের মৃত্যু কেরলে ॥ ভারতের কেরলে করোনা আক্রান্ত মালয়েশিয়া ফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জইনেশ (৩৬)। বৃহস্পতিবার দেশে ফেরার পর করোনা আক্রান্ত সন্দেহে কেরলের এরনাকুলামের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। যদিও পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের নমুনা মেলেনি। তবে জইনেশ একাধিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
×