ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গতবছর ১৭৯ পুলিশ সদস্য দায়িত্বরত অবস্থায় মারা গেছে ॥ আইজিপি

প্রকাশিত: ১০:৩৮, ২ মার্চ ২০২০

 গতবছর ১৭৯ পুলিশ  সদস্য দায়িত্বরত  অবস্থায় মারা  গেছে ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, প্রতিবছর দায়িত্বপালনরত অবস্থায় পুলিশ সদস্যদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। তিনি জানান, গত বছর আমরা ৫৫০ জন পুলিশ সদস্যকে হারিয়েছি, যাদের মধ্যে ১৭৯ জন কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রবিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২০’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। প্রতিবছর কর্মস্থলে নিহতদের স্মরণে ১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে আয়োজিত হয়। পুলিশ মহাপরিদর্শক জানান, যেকোন দুর্যোগে বাংলাদেশ পুলিশ দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। বাংলাদেশকে নিরাপদ রাখতে জঙ্গী-সন্ত্রাস-মাদকমুক্ত করে গড়ে তুলতে পুলিশ সদা নিয়োজিত।
×