ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রাম পুলিশের পোশাক ও সরঞ্জামাদি নির্ধারণ করে দিয়েছে সরকার

প্রকাশিত: ১০:৩৭, ২ মার্চ ২০২০

 গ্রাম পুলিশের পোশাক ও সরঞ্জামাদি নির্ধারণ করে দিয়েছে সরকার

বিশেষ প্রতিনিধি ॥ গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি নির্ধারণ করে দিয়েছে সরকার। সম্প্রতি ইউনিয়ন পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা দফাদার ও মহল্লাদারদের সরঞ্জমাদি নির্ধারণ করে আদেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের (ইউপি-২ শাখা) উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত আদেশে বলা হয়, দেশের ইউনিয়ন পরিষদগুলোতে কর্মরত গ্রাম পুলিশকে পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে হিসেবে প্রতিবছর দুইটি জামা, দুইটি প্যান্ট (জামা-একটি ফুল, আরেকটি হাফ নীল রঙের এবং প্যান্ট খাকি রং) দেয়া হবে তাদের। এছাড়া চৌকিদারদের জন্য লাল রংয়ের সোল্ডার ব্যাচ, ইউনিয়ন কমান্ডার/দফাদারদের জন্য সোল্ডার ব্যাচে কালো কাপড়ের দুইটি রিবন এবং তাদের সবাইকে একটি করে বেল্ট দেয়া হবে। তারা প্রতি দুই বছর অন্তর মনোগ্রামসহ মাথার ক্যাপ পাবেন। একইসঙ্গে নারী পুলিশের মতো নারী গ্রাম পুলিশকেও পোশাক ও সরঞ্জামাদি দেয়া হবে। শীতের জন্য প্রতি দুই বছর অন্তর একটি জ্যাকেট এবং উলের জামা ও নারী পুলিশের জন্য কার্ডিগান সরবরাহ করা হবে।
×