ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জনগণের শক্তিই আমার শক্তি ॥ শামীম ওসমান

প্রকাশিত: ১০:৩৭, ২ মার্চ ২০২০

 জনগণের শক্তিই  আমার শক্তি ॥ শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, সরকারী দলের সংসদ সদস্য হিসেবে নিজেকে ভাবি না, আমি অলওয়েজ মনে করি আমি বিরোধীদল, আমি সাধারণ মানুষের দল। জনগণের শক্তিই আমার শক্তি। তিনি বলেন, আমাদের অন্য কোন দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই। তিনি বলেন, আমার কোন মাস্তান দরকার নেই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নেই। তিনি বলেন, ১৯৭৯ জিয়াউর রহমানকে আটকে রাখার লোক আমরা। আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে আন্দোলন ঠেকাতে হয়। রবিবার দুপুরে নগরীর মাসদাইরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে পুলিশ মেমোরিয়াল ডে আলোচনায় ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁও-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দিকী প্রমুখ।
×