ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শহীদ মিনারে সপ্তাহব্যাপী পথনাটক উৎসব শুরু

প্রকাশিত: ১০:৩৫, ২ মার্চ ২০২০

 শহীদ মিনারে সপ্তাহব্যাপী পথনাটক উৎসব শুরু

স্টাফ রিপোর্টার ॥ সময়ের সঙ্গে জীবনের কথা বলে পথনাটক। সেখানে থাকে শোষণ কিংবা অনাচারের বিরুদ্ধে প্রতিবাদী কথন। শিল্পিত ভাষ্যে দ্রোহের সঙ্গে জুড়ে যায় স্বপ্ন আর সম্ভাবনার বারতা। জীবনের প্রতিচ্ছবিময় তেমন ৩৮টি নাটক নিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ পথনাটক উৎসব। জন্মশতবর্ষ উপলক্ষে উৎসবটি উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উৎসবে ঠাঁই পেয়েছে ঢাকাসহ দেশের নানা জেলার নাট্যদলের নাটক। রবিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় সপ্তাহব্যাপী এ উৎসব। ‘যুদ্ধ মাসে কেটেছে আঁধার/ছড়িয়ে দাও শিল্পের অধিকার’ স্লোগানে উৎসবের আয়োজক বাংলাদেশ পথনাটক পরিষদ। আগামী ৭ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ নাট্যায়োজন। বসন্ত বিকেলে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর গাওয়া হয় বাঙালিত্বের জয়গান। সম্মেলক কণ্ঠে গীত হয় ‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রীস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালী’। ‘ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন’ গানের ডাকে উৎসব নৃত্য পরিবেশন করে স্পন্দনের শিল্পীদল। উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সহ-সভাপতি ঝুনা চৌধুরী, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ এবং নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস। শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসবের আহ্বায়ক মিজানুর রহমান। উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন হামিদুর রহমান পাপ্পু। আজ সোমবার উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চস্থ হবে ছয়টি পথনাটক। নাট্যধারা পরিবেশন করবে পোস্টার নামের নাটক। রিয়াদ মাহমুদের রচনায় পথনাটকটির নির্দেশনা দিয়েছেন কামাল হোসেন ও দীপান্বিতা ইতি। এইচ আর অনিক রচিত ও নির্দেশিত ‘আজব বাক্স’ পরিবেশন করবে চন্দ্রকলা থিয়েটার। শামসুদ্দিন শাকিলের রচনা ও নির্দেশনায় বৃত্ত নাট্যদল পরিবেশন করবে ‘মুজিব কোট’। জাহারাবী রিপন রচিত ও নির্দেশিত ‘আমজনতা’ নামের নাটক পরিবেশন করবে তেজগাঁও কলেজ থিয়েটার। নারায়ণগঞ্জের সংশপ্তক নাট্যদল পরিবেশন এস এম সোলায়মান রচিত ও সানাউল্লা নির্দেশিত নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’। সগীর মোস্তফার রচনায় এবং মতিউর রহমানের নির্দেশনা সাত্ত্বিক নাট্য সম্প্রদায় মঞ্চায়ন করবে ‘অতঃপর তাহারা’। আগামী সাত মার্চ পর্যন্ত চলবে এ উৎসব।
×