ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভ্রাম্যমাণ এক্স-রে গাড়ি চালুর ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: ১০:৩৪, ২ মার্চ ২০২০

 ভ্রাম্যমাণ এক্স-রে  গাড়ি চালুর ব্যতিক্রমী  উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ যক্ষ্মারোগ শনাক্তকরণে উন্নত প্রযুক্তির সংযোজিত ভ্রাম্যমাণ এক্স-রে গাড়ি চালু করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী (এনটিপি) ও বেসরকারী সংস্থা ব্র্যাক। যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীকে আরও বেগবান করতে এনটিপির আওতায় ব্র্যাক এই কার্যক্রম বাস্তবায়ন করবে। চলতি বছরের মার্চ মাস থেকে আপাতত এই দুটি ভাম্যমাণ গাড়ির কার্যক্রম শুরু হবে। একটি ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে প্রাথমিকভাবে নগরীর বিভিন্ন বস্তি, পোশাক কারখানা এবং ৩টি কারাগারে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। যেসব কারাগারে এই সেবা দেয়া হবে সেগুলো হচ্ছে : কাশিমপুর, চট্টগ্রাম ও সিলেট। অন্য আর একটির মাধ্যমে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে এই সেবা দেয়া হবে। রবিবার বিকেলে রাজধানী ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র হাতিরঝিলের মুক্তমঞ্চে ভ্রাম্যমাণ এক্স-রে গাড়ির মাধ্যমে চিকিৎসা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যতিক্রমী এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
×