ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চসিক নির্বাচন

৭ মেয়র ও ২০৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশিত: ১০:৩২, ২ মার্চ ২০২০

 ৭ মেয়র ও ২০৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আর ২৬ দিন পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার স্থানীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেয়র ও সংরক্ষিতসহ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র ঘোষিত তফসিল অনুযায়ী বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকাল থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ বাছাই কার্যক্রমে নয় মেয়র প্রার্থীর মধ্যে দুটি বাতিল হয়েছে। আর ২২০ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১১টি বাতিল হয়েছে। ফলে মেয়র পদে সাত ও সংরক্ষিতসহ ওয়ার্ড কাউন্সিলর পদে ২০৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষিত হলো। এ বাছাই কার্যক্রমে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ হাসানুজ্জামানসহ অন্য কর্মকর্তারা এবং মেয়রসহ কাউন্সিলর পদে আগ্রহীরা উপস্থিত ছিলেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডাঃ শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলাইমান আলম শেঠ ও ইসলামী জোটের এমএ মতিনসহ মোট সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। যে দুটি মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা স্বতন্ত্র প্রার্থী। এদের একজন খোকন চৌধুরী ও অপরজন মোঃ তানজির আবেদিন। রিটার্নিং অফিসার জানিয়েছেন, মনোনয়ন ফরমে ৩শ’ ভোটারের সমর্থন করা নিয়ম থাকলেও যাচাই-বাছাই প্রক্রিয়ায় সমর্থনকারীদের কয়েকজন তাদের স্বাক্ষরের কথা অস্বীকার করেছেন। যে কারণে স্বতন্ত্র এ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
×