ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে কার উল্টে পাঁচজন নিহত, অন্যত্র ৯

প্রকাশিত: ১০:৩২, ২ মার্চ ২০২০

 গোপালগঞ্জে কার উল্টে পাঁচজন নিহত, অন্যত্র ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের সাত জেলায় শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত মোট ১৪ জন নিহত হয়েছে। এছাড়া এসব দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছে, যাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। গোপালগঞ্জ, যশোর, পাবনার ঈশ্বরদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মাগুরা ও নারায়ণগঞ্জ জেলায় এসব দুর্ঘটনায় হতাহতদের মধ্যে এসএসসি পরীক্ষার্থীসহ মোটরসাইকেল আরোহী এবং বাসের চালক ও হেলপার রয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে গোপালগঞ্জের ছাগলছিড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার ছাগলছিড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তাৎক্ষণিক প্রাইভেটকারের গ্যাস-সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই প্রাইভেট কারে অবস্থানরত তিনজনের মৃত্যু ঘটে। এছাড়াও প্রাইভেটকারের আরও দু’জন গুরুতর আহত হয়। যশোর ॥ যশোরের চুড়ামনকাটি সানতলা এলাকায় ট্রাকচাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ তিন যাত্রী। রবিবার সকাল ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি সানতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আতিয়ার রহমানের ছেলে ফার্নিচার ব্যবসায়ী হাসান (৩২) ও বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের বাসিন্দা ব্র্যাক এনজিও কর্মী তানিয়া খাতুন (৩৫)। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, রবিবার সকালে একটি যাত্রীবাহী অটোরিক্সা যশোর থেকে সাতমাইলের দিকে যাচ্ছিল। ঈশ^রদী, পাবনা ॥ রবিবার ভোরে ঈশ^রদী-ঢাকা রোডের শেখপাড়ায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলো, ঈশ^রদী গোপালপুরের ছহির উদ্দিনের ছেলে হালিম (৩৫) ও মুলাডুলির রতনের ছেলে নয়ন (২০)। ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় আরিফ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা। হবিগঞ্জ ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে দুটি পিকআপ ভ্যানের সংঘর্ষে মোঃ রফিক মিয়া (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের জানান, ওই দিন দুপুরে সিলেট থেকে ঢাকাগামী দুটি পিকআপ ভ্যান পাল্লা দিয়ে যাচ্ছিল। মাগুরা ॥ মাগুরায় সড়ক দুর্ঘটনায় রাব্বি (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রায়হান মৃধার ছেলে এবং মাগুরা টেকনিক্যাল স্কুলের ছাত্র। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের স্বর্ণখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলো ইমন (১৭) চারিতাল্লুক এলাকার মোস্তফা মিয়ার ছেলে এবং একই এলাকার মজিবুর রহমানের ছেলে ট্রাকচালক রাব্বী মিয়া (১৬)।
×