ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিউই পেস তান্ডবে কোণঠাসা ভারত

প্রকাশিত: ০৯:৫১, ২ মার্চ ২০২০

 কিউই পেস তান্ডবে কোণঠাসা ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড পেসারদের দাপটে ক্রাইস্টচার্চ টেস্টে দুইদিনেই কোণঠাসা হয়ে পড়েছে ভারত। প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হওয়ার পর কিউদের ২৩৫-এ গুটিয়ে দিয়ে অতিথিরা যে স্বস্তিতে ছিল সেটি দীর্ঘ হয়নি। দ্বিতীয়দিনে দ্বিতীয় ইনিংসে ৩৬ ওভারে মাত্র ৯০ রান তুলতে টপঅর্ডারের ৬ ব্যাটসম্যানকে হারিয়ে বসেছে ভারত। সবমিলিয়ে লিড ৯৭ রানের। ফের ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি ১৪ রান করে সাজঘরে ফিরেছেন। হনুমা বিহারি ৫ ও ঋষভ পন্থ ১ রান নিয়ে ক্রিজে আছেন। আজ এই জুটির দৃঢ়তার ওপর অনেক কিছু নির্ভর করবে। উল্লেখ্য, সফরে টি২০ জিতলেও ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হারে নাম্বার ওয়ান ভারত। অবস্থা যা তাতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অদম্য কোহলিরাই এখন টানা দুই হারের শঙ্কায়। কঠিন বিপদে মোড়লরা। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ভারত। দ্বিতীয় ওভারে বোল্টের বলের লাইন মিস করে এলবিডব্লিউ হন মায়াঙ্ক আগারওয়াল (৩)। টিম সাউদির শর্ট বলে ফেরেন পৃথ্বী শ (১৪)। ব্যর্থতার সিরিজে কোহলি ভাল করতে পারেননি শেষটাতেও। ১১ বলে রানের খাতা খোলা ভারত অধিনায়ক ডি গ্র্যান্ডহোমের দারুণ ডেলিভারিতে এলবিডব্লিউ হন ১৪ রান করে। টেস্ট সিরিজে চার ইনিংসে মোট রান ৩৮। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫১ করার পর দুই ম্যাচে করেছিলেন ১৫ ও ৯। তার আগে টি২০ সিরিজের চার ম্যাচেও ছিল না ফিফটি। অধিনায়কের বিদায়ের পর অজিঙ্কা রাহানেকে নিয়ে লড়াইয়ের চেষ্টা করেছেন চেতেশ্বর পুজারা। ২ রানে জীবন পাওয়া রাহানে (৯) থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। একপ্রান্ত আগলে রাখা পুজারাও হার মানেন। ৮৮ বলে ২৪ রানের ইনিংস থামে বোল্টের দারুণ এক ডেলিভারিতে। দিনের শেষ ওভারে ‘নাইটওয়াচম্যান’ উমেশকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন বোল্ট। এর আগে দ্বিতীয়দিনের শুরুতে ভারতের দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ের মুখে কিউইদের ইনিংস টিকেছে কেবল দুটি সেশন। টম লাথামের ৫২ ছাড়া আর কেউ ভাল করতে পারেননি। কাইল জেমিসন নয় নম্বরে নেমে করেন ৪৯ রান। প্রথম ইনিংসে ভারতকে লিড এনে দিতে বড় অবদান মোহাম্মদ শামির। দারুণ বোলিংয়ে নেন ৪ উইকেট। আরেক পেসার জাসপ্রিত বুমরাহর শিকার ৩টি। বাঁহাতি স্পিনে ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। বিনা উইকেটে ৬৩ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড এদিন আর ১৭২ রান যোগ করতেই অলআউট হয়ে যায়। তবে দ্বিতীয় ইনিংসে বোলাররা ঠিকই স্বাগতিকদের চালকের আসনে বসিয়ে দিয়েছে। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস- ২৪২/১০ (৬৩ ওভার; পৃথ্বী ৫৪, মায়াঙ্ক ৭, পুজারা ৫৪, কোহলি ৩, রাহানে ৭, বিহারি ৫৫, পন্থ ১২, জাদেজা ৯, শামি ১৬, বুমরাহ ১০*; সাউদি ২/৩৮, বোল্ট ২/৮৯, জেমিসন ৫/৪৫) ও দ্বিতীয় ইনিংস- ৯০/৬ (৩৬ ওভার; পৃথ্বী ১৪, মায়াঙ্ক ৩, পুজারা ২৪, কোহলি ১৪, রাহানে ৯, উমেশ ১, বিহারি ৫*, পন্থ ১*; সাউদি ১/২০, বোল্ট ৩/১২)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ২৩৫/১০ (৭৩.১ ওভার; লাথাম ৫২, ব্লান্ডেল ৩০, উইলিয়ামসন ৩, টেইলর ১৫, নিকোলস ১৪, ডি গ্র্যান্ডহোম ২৬, জেমিসন ৪৯, ওয়াগনার ২১; বুমরাহ ৩/৬২, শামি ৪/৮১, জাদেজা ২/২২)। ** দ্বিতয়ীদিন শেষে
×