ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাউচারকে আস্থার প্রতিদান দিলেন ক্লাসেন

প্রকাশিত: ০৯:৫০, ২ মার্চ ২০২০

 বাউচারকে আস্থার প্রতিদান দিলেন ক্লাসেন

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৮’র শুরুর দিকে অভিষেক হেনরিখ ক্লাসেনের। হাসিম আমলা, ফ্যাফ ডুপ্লেসিস, কুইন্টন ডি কক, জেপি ডুমনি, টেম্বা বাভুমা, ডেভিড মিলার, এইডেন মার্করামের মতো পরিচিততের ভিড়ে তাকে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছিল না। গত বছর খেলেছেন দুটি মাত্র ওয়ানডে। বিশ্বকাপে ভরাডুবির পর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের পালাবদলের ঝড়ে ২৮ বছর বয়সী টিকতে পারবেন কি না সেটি নিয়েই ছিল বড় প্রশ্ন। ব্যাট হাতেও প্রতিভার স্বাক্ষর রাখতে পারছিলেন না। কিন্তু নতুন কোচ মার্ক বাউচার কাঁধে হাত রেখে বললেন, ‘নিজের ওপর আস্থা রাখ তুমি পারবে।’ সেই ক্লাসেন পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। ৭৪ রানে জয়ের দিনে খেললেন অপরাজিত ১২৩ রানের দারুণ এক ইনিংস। প্রোটিয়াদের ২৯১/৭-এর জবাবে ৪৫.১ ওভারে ২১৭ রানে অলআউট এ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। বুধবার ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ১১৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ১২৩ রান করে ম্যাচসেরা নির্বাচিত হওয়া ক্লাসেন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কতটা কঠিন, এখানে পা রাখার পর সেটি বুঝতে পারি। ঠিক কেন যেন নিজেকে খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু নতুন কোচ বাউচার আমার ওপর আস্থা রেখে বলেছেন, তুমি পারবে।
×