ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দাপুটে জয়ে সেমিতে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৯:৪৮, ২ মার্চ ২০২০

 দাপুটে জয়ে সেমিতে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ ছোট হয়ে এসেছে নারী টি২০ বিশ্বকাপের পরিসর। এ-গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। চার ম্যাচের সবকটি জিতে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হারমানপ্রিত কাউরের দল। মেলবোর্নে আজ আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার বিজয়ীরা দ্বিতীয় দল হিসেবে সেমির টিকেট পাবে। অন্যদিকে বি-গ্রুপ থেকে সেমিতে উঠে গেছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মেয়েরা। সিডনিতে রবিবার পাকিস্তানকে ১৭ রানে হারিয়েছে প্রোটিয়ারা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংলিশ প্রমীলাদের জয় ৪৬ রানের বড় ব্যবধানে। উল্লেখ্য, টানা তিন হারে আগেই সেমির রেস থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ নারী দল আজ এ-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সিডনিতে এদিন বোলারদের কিপটে বোলিংয়ে পাকিস্তানকে ১৩৬ রানের মাঝারি লক্ষ্য দিয়েও ১৭ রানের জয় তুলে নেয় প্রোটিয়া মেয়েরা। টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার শুরুটা অবশ্য ভাল ছিল না। ৪ রানে প্রথম ও ১৭ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। এরপর ৬৪ রান তুলতে আরও দুই উইকেট হারায়। লরা ওলভাথের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পায় প্রোটিয়ারা। জবাবে পাক ব্যাটারাও অসহায় আত্মসমর্পণ করেন। স্কোরবোর্ডে ২৬ উঠতেই প্যাভিলিয়নে ফেরেন তিন ব্যাটসম্যান। এরপর ৫৫ রানে চতুর্থ ও ৭২ রানে পঞ্চম উইকেট হারায় তারা। ষষ্ঠ উইকেটে আলিয়া রিয়াজ ও ইলাম জাবেদ উইকেট পতন থামালেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হন। ২০ ওভারে ৫ উইকেটে ১১৯ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। অপর ম্যাচে ম্যাচসেরা নাতালি সিভার (৫৭) হাফ সেঞ্চুরির সৌজন্যে ৫ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ১৭.১ ওভারে ৯৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ নারী দল। তিন ম্যাচে দুই হারে বিশ্বকাপ শেষ সাবেক চ্যাম্পিয়নদের।
×