ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এক সপ্তাহে বিশ্ব পুঁজিবাজার হারাল ৩ লাখ কোটি ডলার

প্রকাশিত: ০৯:৪২, ২ মার্চ ২০২০

 এক সপ্তাহে বিশ্ব পুঁজিবাজার হারাল ৩ লাখ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত এক সপ্তাহে বিশ্ব পুঁজিবাজার থেকে হারিয়েছে ৩ লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলার। কয়েকটি গবেষণা সংস্থার দেয়া প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানায় রয়টার্স। পুঁজিবাজারে করোনাভাইরাসের প্রভাব পড়তে পারে- এমন আশঙ্কায় অর্থ ফিরিয়ে নিচ্ছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এদিকে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় পতন হয়েছে মার্কিন পুঁজিবাজারে। এক সপ্তাহের মধ্যে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের এসএন্ডপি ৫০০ সূচক কমেছে প্রায় ২৩ শতাংশ। দর পতনের শীর্ষে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার। কমেছে সেগুলোর পণ্য ও সেবা বিক্রি। বিশ্ব বাণিজ্য সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়, গত এক মাসের মধ্যে স্মার্টফোন, মোবাইল, ল্যাপটপসহ সব প্রযুক্তি পণ্যের বিক্রি প্রায় অর্ধেকে নেমেছে।
×