ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জার্মান রাষ্ট্রদূতের বিএএসএফ বাংলাদেশের প্রধান কার্যালয় পরিদর্শন

প্রকাশিত: ০৯:৪২, ২ মার্চ ২০২০

 জার্মান রাষ্ট্রদূতের বিএএসএফ বাংলাদেশের প্রধান কার্যালয় পরিদর্শন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহরেন হোল্টজ রবিবার ঢাকায় অবস্থিত বিএএসএফ বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল হাসান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রাষ্ট্রদূতকে স্বাগত জানান। জনাব ফাহরেন হোল্টজ নবনির্মিত অফিস ঘুরে দেখেন এবং কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে তাকে কোম্পানির কার্যক্রম সম্বন্ধে অবহিত করা হয়। রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রায় বিএএসএফ- এর অবদানের প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি কোম্পানির সার্বিক সাফল্য কামনা করেন। পরিশেষে, তিনি প্রতিষ্ঠানটির কর্মীদের সঙ্গে এক প্রাতরাশে অংশ গ্রহণ করেন।
×