ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউআইটিএসে নবীনবরণ ও সংবর্ধনা

প্রকাশিত: ০৯:৩৪, ২ মার্চ ২০২০

 ইউআইটিএসে  নবীনবরণ ও সংবর্ধনা

রাজধানীর বারিধারা জে ব্লক সংলগ্ন মধ্য-নয়ানগরে অবস্থিত ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এ্যান্ড সায়েন্সেসে (ইউআইটিএস) শনিবার বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের একুশে পদক পাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তিনি সেখানে নবীনবরণ অনুষ্ঠানেও ভাষণ দেন। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক শহীদুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, নিজস্ব ক্যাম্পাসে ইউআইটিএস মানসম্পন্ন শিক্ষা প্রদান করছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত। আমি অত্যন্ত আনন্দিত যে, সরকার এ বছর সমাজসেবক আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে একুশের সম্মাননায় ভূষিত করেছে। আমি তাকে হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিসেস রীনা পি সোয়েমারনো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। -বিজ্ঞপ্তি
×