ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আকিজ ফাউন্ডেশন স্কুলে মুজিববর্ষ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান

প্রকাশিত: ০৯:৩৪, ২ মার্চ ২০২০

 আকিজ ফাউন্ডেশন স্কুলে মুজিববর্ষ  উপলক্ষে  দিনব্যাপী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে গান কবিতা আবৃতি ও নাটক মঞ্চস্থ করে মুজিববর্ষ উদযাপন করেছে আকিজ গ্রুপের সামাজিক প্রতিষ্ঠান আকিজ ফাউন্ডেশন স্কুল এ্যান্ড কলেজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রবিবার আকিজ ফাউন্ডেশন স্কুল এ্যান্ড কলেজের উত্তরা ক্যাম্পাসের প্রধান শাখায় দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকিজ ফাউন্ডেশন স্কুল এ্যান্ড কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জামালুন্নেসা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দমেলা আয়োজন করা হয়। মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প, স্থাপত্য শিল্প, কুমোর বাড়ি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পকর্ম, বিভিন্ন প্রজাতির পাখি, হাতি-ঘোড়াসহ নানা প্রজাতির প্রাণী।
×