ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্ধ্যাত্ব সম্পর্কে সঠিক ধারণা দেবে ফার্টিলিটি এক্সপো

প্রকাশিত: ০৯:৩২, ২ মার্চ ২০২০

  বন্ধ্যাত্ব সম্পর্কে সঠিক ধারণা দেবে ফার্টিলিটি এক্সপো

স্টাফ রিপোর্টার ॥ বন্ধ্যাত্ব সম্পর্কে সঠিক ধারণা দিতে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ফার্টিলিটি এক্সপো’। আগামী ১৪ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই এক্সপোতে দেশের শীর্ষস্থানীয় সকল বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকবেন এবং অংশগ্রহণকারীর সকল প্রশ্নের সরাসরি উত্তর দিবেন। বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি সম্পর্কে বেশিরভাগ দম্পতির মাঝে নানা ভুল ধারণা, লোকশ্রুতি প্রচলিত আছে। তবে এটি কোন অভিশাপ বা দুর্ভাগ্য নয় বরং চিকিৎসাযোগ্য একটি সাময়িক শারীরিক অবস্থা। প্রয়োজন এ বিষয়ে বাস্তব এবং বিজ্ঞানসম্মত ধারণা। মূলত এ কারণেই সহজবোধ্য এবং ব্যতিক্রমধর্মী উপায়ে বন্ধ্যাত্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষের মনে গেঁথে দেয়ার উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে ‘ফার্টিলিটি এক্সপো’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বেও সমগ্র জনসংখ্যার ৮-১০ ভাগ দম্পতি কোন না কোন রকমের বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন। বাংলাদেশও এর বাইরে নয়। বন্ধ্যাত্ব সমস্যার প্রভাব শুধু দাম্পত্য জীবনেই নয়, এর প্রভাব পড়ছে শারীরিক, মানসিক এবং সামাজিক ক্ষেত্রেও। তবে আশার দিক হলো চিকিৎসা বিজ্ঞান এবং প্রযুক্তির বর্তমান উৎকর্ষতায় সঠিক সময়ে সমস্যা নিরূপণ করে তার চিকিৎসা করা অনেকাংশেই সম্ভব। কংগ্রেসিয়ার আয়োজনে এবং ফার্টিলিটি ও স্টারিলিটি সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় এ ‘ফর্টিলিটি এক্সপো’র প্রধান উপদেষ্টা প্রফেসর টি এ চৌধুরী বলেন, এ আয়োজনটি হবে সচেতনতা এবং শিক্ষামূলক। এখানে বন্ধ্যাত্ব সম্পর্কে মানুষের অজ্ঞতা, ভুল ধারণাসহ এ সম্পর্কে সকল অজানা বিষয় অংশগ্রহণকারী যে কেউ জানতে পারবেন। দেশের খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। বন্ধ্যাত্ব চিকিৎসার অতিসাম্প্রতিক এবং এমনকি ভবিষ্যত ব্যবস্থাপনা সম্পর্কেও জানতে পারবেন অংশগ্রহণকারীরা। ‘ফার্টিলিটি এক্সপোতে অংশগ্রহণ করতে নিবন্ধন করতে হবে। নিবন্ধনকারী যে কেউ যে কোন সময় যে কোন সেশনে অংশগ্রহণ করতে পারবেন। তবে যারা ফার্টিলিটি এক্সপোর নির্ধারিত ওয়েবসাইট (www.fertilityexpo.infoGes)এবং ফেসবুক পেজ ‘ফার্টিলিটি এক্সপো’তে নিবন্ধন করবেন তারা এক্সপোর পক্ষ থেকে নিয়মিত আপডেট পাবেন।
×