ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু

প্রকাশিত: ১৩:১৫, ১ মার্চ ২০২০

ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনে সভাপতি পদে কুদ্দুস আফ্রাদ আর সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ আলম খান তপু নির্বাচিত হয়েছেন। এছাড়াও অন্যান্য পদে আরও ১৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর আগে শনিবার বিপুল উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবে এ ভোটগ্রহণ শুরু হয় বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট। নির্বাচন ঘিরে সারাদিনই ছিল প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের পদচারণায় মুখর। নির্বাচনে তিন হাজার ১৬০ ভোটারের মধ্যে দুই হাজার ৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন। পরে রাতে প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করেন। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনার উত্তম চক্রবর্তী, আব্দুর রহমান, মহিউদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। এবারের নির্বাচনে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্রভাবে মোট ১৯ পদের বিপরীতে ৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৬৫০ ভোট পেয়ে সভাপতি হয় কুদ্দুস আফ্রাদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আবু জাফর সূর্য পান ৬৪৬ ভোট। এছাড়াও সোহেল হায়দার চৌধুরী ৬২৮ ভোট, এসএম মোশাররফ হোসেন (২৪) ও নাসিমা আক্তার সোমা পায় ৫৪ ভোট। সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ আলম খান তপু ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মোঃ মেহেদী হাসান পান ৪৩১ ভোট। এছাড়াও আকতার হোসেন ৪০৬ ভোট, উম্মুল ওয়ারা সুইটি (২৬৩), সৈয়দ শুক্কুর আলী শুভ (২১৩), মোঃ শাহজাহান মিঞা (১৫৭), জহিরুল ইসলাম (৩৪) এবং আশীষ কুমার ২৭ ভোট পান। সহ-সভাপতি পদে ৬৭৮ ভোট পেয়ে এমএ কুদ্দুস নির্বাচিত হয়েছেন। এছাড়াও খন্দকার মোজাম্মেল হক ৬৪৬ ভোট, আতিকুর রহমান চৌধুরী (৪২০), ফিরোজ আলম মিলন (১৮৭), মোঃ মোশারফ হোসেন (১৫৪) ভোট পান। যুগ্ম-সম্পাদক পদে খায়রুল আলম ৭৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও মনিরুজ্জামান উজ্জ্বল ৫৩৮, মহিউদ্দিন কাদের (৮৭), মানিক লাল ঘোষ (৩৯৩), রফিক আহমেদ (১২৫) ভোট পান। কোষাধ্যক্ষ পদে ৬৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয় আশরাফুল ইসলাম। এছাড়াও রেজাউল করিম ৫৪৭, শাহাদাৎ রানা (৪৭১), জগলুল কবির নাসির (৯১) ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে এ জিহাদুর রহমান জিহাদ ৬৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে গোলাম মুজতবা ধ্রুব ৪০৮, মতলু মল্লিক ৩৬৫, মামুন আবেদীন ৫৪৪, শফিক রহমান ৬২ ভোট পান। প্রচার সম্পাদক পদে ৬৩৯ ভোট পেয়ে আছাদুজ্জামান নির্বাচিত হয়েছেন। এছাড়াও এ পদে একেএম ওবায়দুর রহমান (৪৯২), এম শাহজাহান (৪৩৮), কায়সার হাসান (১৭৫) ভোট পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয় দুলাল খান। এছাড়াও মহিউদ্দিন পলাশ (৫২৩) ভোট, মোস্তফা কামাল (সুমন মোস্তফা) (৩৩৭), মোঃ সাজেদুল ইসলাম রাজু (২৩৬), ফজলুল হক বাবু (১৬১) ভোট পান। জনকল্যাণ সম্পাদক পদে ৫১৩ ভোট পেয়ে সোহেলী চৌধুরী নির্বাচিত। এ পদে সমীরন রায় (৪৬৮), জাহিদা পারভেজ ছন্দা (৪৬২), এম জহিরুল ইসলাম (২৯১), রাজীব উদ দৌলা চৌধুরী (৮১) ভোট পান। দফতর সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস চৌধুরী ৬১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও এ পদে এম সাইফ আলী (৫৪০), আমানউল্লাহ আমান (৫২৫), মোঃ মোস্তাফিজুর রহমান (১১৯) ভোট পান। এছাড়াও মোট নয়জন সদস্য নির্বাচিত হয়েছেন এরা হলেন সুরাইয়া অনু (৭৭১) ভোট, জিএম মাসুদ ঢালী (৬৮৮), সাকিলা পারভিন (৬৫৫), শাহনাজ পারভিন এলিস (৬১২), রাজু হামিদ (৫৬১), ইব্রাহিম খলিল খোকন (৫৪০), সলিম উল্লাহ সেলিম (৫০৩), অজিত কুমার মহলদার (৫০১) ও এএম শাহজাহান মিয়া (৪৫৩) ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।
×