ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপের ভেন্যু

সৌরভ বললেন আমিরাতে, পাকিদের অস্বীকার

প্রকাশিত: ১১:৫৮, ১ মার্চ ২০২০

সৌরভ বললেন আমিরাতে, পাকিদের অস্বীকার

স্পোর্টস রিপোর্টার ॥ পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসর। কিন্তু প্রতিবেশী ভারত অনেকদিন ধরেই বলে আসছে, তারা কোনভাবেই পাকিস্তানে যাবে না। এ নিয়ে দু’দেশের বোর্ডকর্তাদের মধ্যে বাকবিত-া কম হয়নি। পরশু হুট করেই ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলী জানিয়ে দেন, এশিয়া কাপ পাকিস্তান থেকে আরব আমিরাতে সরে যাচ্ছে, যেখানে দু’দলই অংশগ্রহণ করবে। তবে শনিবার পাকিস্তান বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি সেটি অস্বীকার করে বলেছেন, এখনও পর্যন্ত এমন কোন সিদ্ধান্ত হয়নি। দুবাইয়ে ৩ মার্চ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। মানি আরও জানিয়েছেন, আমিরাত ছাড়া আরও কয়েকটি দেশ এশিয়া কাপ আয়োজনে আগ্রহী। সৌরভ অনেকটা ঘোষণার সুরে বলেছিলেন, ‘দুবাইয়ে হতে যাচ্ছে এশিয়া কাপ। ভারত ও পাকিস্তান দুই দলই খেলবে।’ কিন্তু পিসিবি চেয়ারম্যানের কথা ভিন্ন। শুধু দুবাই নয়, আরও কয়েকটি ভেন্যু আছে আলোচনায়। সংবাদমাধ্যম মানি বলেছেন, ‘সহযোগী সদস্যদের লাভের জন্য এশিয়া কাপ আয়োজন করা হয়। আমাদের সেটা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে। এশিয়ার সব দেশের আগ্রহ বিবেচনায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বেশ কয়েকটি বিকল্প আছে।’ করোনাভাইরাসের কারণে অনেক প্রতিযোগিতা বাতিল হয়ে যাচ্ছে। এশিয়া কাপেও কি এর প্রভাব পড়বে? পিসিবি চেয়ারম্যান বললেন, ‘দেখুন, এশিয়া কাপ হবে সেপ্টেম্বরে, আর এখন ফেব্রুয়ারি। তবে এটি (করোনাভাইরাস) নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমাদের যে কোন পরিস্থিতির জন্য তৈরি থাকতেই হবে।’ ২০১৮ সালে এশিয়া কাপের আয়োজক ছিল ভারত। কিন্তু পাকিস্তান সেখানে খেলতে আপত্তি জানালে নতুন ভেন্যু হয় দুবাই ও আবুধাবি। সেই প্রতিযোগিতার ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ।
×