ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতকে কাঁপিয়ে দিলেন জেমিসন

প্রকাশিত: ১১:৫৭, ১ মার্চ ২০২০

ভারতকে কাঁপিয়ে দিলেন জেমিসন

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডে দ্রুতগতির বাউন্সি পিচে উপমহাদেশের দলগুলো কতটা অসহায়, অতীতে বারবার সেটি দেখা গেছে। তাই বলে উড়তে থাকা বিরাট কোহলিরাও যে এতটা দিশেহারা হয়ে পড়বে, সেটি হয়তো অনেকে ভাবেননি। অভিজ্ঞ টিম সাউদি-ট্রেন্ট বোল্টের পেস-তা-বে ওয়েলিংটনের প্রথম টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হারে সফরকারীরা। ক্রাইস্টচার্চে এবার শুরুতেই মোড়লদের কাঁপিয়ে দিয়েছেন কাইল জেমিসন। আগের টেস্টে অভিষিক্ত দীর্ঘদেহী পেসারের ৫ উইকেট শিকারের দিনে প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট হয়ে গেছে ভারত। জবাবে বিনা উইকেটে ৬৩ রান নিয়ে শনিবার প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। টম লাথাম ২৭ এবং টম ব্লান্ডেল ২৯ রান নিয়ে ক্রিজে আছেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে আগের ম্যাচে প্রথম হারের তেতো স্বাদ পাওয়া ‘নাম্বার ওয়ান’ ভারত এবার আরও কঠিন পরীক্ষা। হারলে তো বটেই, ক্রাইস্টচার্চে ড্র করলেও সিরিজ শেষ কোহলিদের। হ্যাগলি ওভালে সকালের বৃষ্টিতে খেলা শুরু হয় পৌনে এক ঘণ্টা পরে। নিউজিল্যান্ড অধিনায়ক উলিয়ামসন টস জিতে অনুমিতভাবেই নেন ফিল্ডিং। ছুটি কাটিয়ে ফেরা নিল ওয়াগনারকে জায়গা দিতে বাইরে যেতে হয় বাঁহাতি স্পিনার আইজ্যাজ প্যাটেলকে। কিউইরা নামে পাঁচ পেসার নিয়ে। ভাল শুরুর ইঙ্গিত দিয়েছিলেন পৃথ্বী শ’ ও মায়াঙ্ক আগারওয়াল। সিরিজে প্রথমবার ভারতের উদ্বোধনী জুটি স্পর্শ করে ত্রিশ। এরপরই বিদায় নেন মায়াঙ্ক (৭)। প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ পৃথ্বী খেলেন চোখ ধাঁধানো কিছু শট। ৮টি চার ও একটি ছক্কায় তিনি ফিফটি পূর্ণ করেন ৬১ বলে। পরের ওভারেই তার ৫৪ রানের ইনিংস শেষ হয় স্লিপে টম লাথামের দুর্দান্ত এক ক্যাচে। তাকে ফিরিয়েই শুরু জেমিসনের তা-ব। লাঞ্চের পর দ্বিতীয় ওভারেই সফরকারীরা হারায় কোহলিকে (৩)। সাউদির বলের লাইন মিস করে এলবিডব্লিউ হন সফরে চরম ব্যর্থ ভারত অধিনায়ক। সাউদির পরে ফেরান থিতু হওয়া অজিঙ্কা রাহানেকেও (৭)। ১১৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে ভারত। কিপার বিজে ওয়াটলিং ৯ রানে বিহারির ক্যাচ না ছাড়লে বিপদ আরও বাড়তে পারত। মাটি কামড়ে পড়ে থাকা চেতেশ্বর পুজারা পঞ্চম উইকেটে বিহারিকে নিয়ে গড়েন পঞ্চাশ ছোঁয়া জুটি। পুজারা ফিফটি পূর্ণ করেন ১১৭ বলে, বিহারির লাগে ৬৭ বল। চা-বিরতির আগের ওভারে বিহারির বাজে শটে ভাঙ্গে ৮১ রানের জুটি। ওয়াগনারের শর্ট বল পুল করতে গিয়ে শরীরের পেছন দিয়ে কিপারকে ক্যাচ দেন ৫৫ রান করা বিহারি। বিরতি থেকে ফেরার পর ধৈর্য হারান পুজারা। জেমিসনের শর্ট বল হুক করার চেষ্টায় ক্যাচ দেন উইকেটের পেছনে। ১৪০ বলে ৬ চারে তিনি করেন ৫৪ রান। এরপর উইকেট পড়েছে নিয়মিত। ঋষভ পন্থ (১২), উমেশ যাদব (০) ও রবীন্দ্র জাদেজাকে (৯) ফিরিয়ে জেমিসন পূর্ণ করেন ৫ উইকেট। শেষ উইকেট জুটিতে মোহাম্মদ শামি (১৬) ও জাসপ্রিত বুমরাহর (১০*) দৃঢ়তায় ২৪২ রানের পুঁজি পায় ভারত। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস- ২৪২/১০ (৬৩ ওভার; পৃথ্বী ৫৪, মায়াঙ্ক ৭, পুজারা ৫৪, কোহলি ৩, রাহানে ৭, বিহারি ৫৫, পন্থ ১২, জাদেজা ৯, শামি ১৬, বুমরাহ ১০*; সাউদি ২/৩৮, বোল্ট ২/৮৯, জেমিসন ৫/৪৫)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৬৩/০ (২৩ ওভার; লাথাম ২৭*, ব্লান্ডেল ২৯*)। * প্রথমদিন শেষে
×