ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবাহনীর প্রতিপক্ষ আজ রহমতগঞ্জ

প্রকাশিত: ১১:৫৭, ১ মার্চ ২০২০

আবাহনীর প্রতিপক্ষ আজ রহমতগঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ চারদিনের বিরতি ছিল। আজ রবিবার থেকে আবারও শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ। আজ একটিই খেলা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৬টায়। আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। আজ রহমতগঞ্জের সঙ্গে পুরনো একটি হিসেব চুকানোর ব্যাপার আছে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনীর। কেননা মৌসুম শুরুর প্রথম আসর ফেডারেশন কাপে এই রহমতগঞ্জের কাছেই হেরে টাইব্রেকারে ৪-৩ (১-১) গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। তাই আজ ‘জায়ান্ট কিলার’ এবং ‘ডাইলপট্টি’ খ্যাত পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জকে হারিয়ে কড়ায়-গ-ায় প্রতিশোধ নিতে চায় আকাশী-নীল শিবির। আবাহনীকে শেষ আট থেকে বিদায় করে দিয়ে সেমিফাইনালে মোহামেডানকেও ১-০ গোলে হারিয়ে দেয় রহমতগঞ্জ। তাদের সেই রূপকথার যাত্রা শেষ হয়েছিল ফাইনালে বসুন্ধরা কিংসের কাছে ২-১ গোলে হেরে। সেটি ছিল এই ক্লাবটির ইতিহাসে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ অর্জন। এছাড়া ১৯৭৭ সালের ফুটবল লীগে রানার্সআপ হয়েছিল তারা (সেই লীগে আবার চাম্পিয়ন হয়েছিল আবাহনী)। আজ প্রিমিয়ার ফুটবল লীগে আবারও রহমতগঞ্জের সামনে ঢাকা আবাহনী। যে ম্যাচে জয় পেলে মৌসুমের প্রথম হারের প্রতিশোধটা নিতে পারবে আকাশী-হলুদরা। তবে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপুু সরাসরি এই ম্যাচটিকে প্রতিশোধের না বললেও জানালেন নিজেদের লক্ষ্যের কথা, ‘আসলে ফেডারেশন কাপের ফলটা এসেছিল টাইব্রেকারে। তাই প্রতিশোধের ম্যাচ এমন কিছু নয়। আমরা গত ম্যাচে ব্রাদার্সের কাছে পয়েন্ট হারিয়েছি। তাই এই ম্যাচে আমাদের প্রধান লক্ষ্য থাকবে জয়ের ধারায় ফেরা।’ এবারের লীগে প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচেই এসে হোঁচট খেতে হয় আবাহনীকে। মাঝারি মানের দল ব্রাদার্স ইউনিয়ন ১-১ গোলের ড্র করে ১ পয়েন্ট ছিনিয়ে নেয়। আজকের ম্যাচে তাই আবাহনীর লক্ষ্য তিন পয়েন্ট। এ প্রসঙ্গে রূপু বলেন, ‘গত ম্যাচে আমরা ১-০ গোলে এগিয়ে থেকেও অসাবধানতাবশত পরে এক গোল রিসিভ করেছি। যে কারণে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারিনি। আজকের ম্যাচে আমাদের আরও সাবধান হতে হবে। যাতে আগের ম্যাচের মতো কোন ঘটনা না ঘটে।’ ফেডারেশন কাপে দুর্দান্ত রহমতগঞ্জের চলমান প্রিমিয়ার লীগে শুরুটা হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১-০ গোলের হারে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই তারা আরেক শক্তিধর ক্লাব শেখ রাসেলের কাছ থেকে ১ পয়েন্ট কেড়ে নিয়ে ঘুরে দাঁড়ায়। ওই ম্যাচে তারা গোলশূন্য ড্র করে ‘বেঙ্গল ব্লুজ’দের সঙ্গে। তাই আবাহনী যেখানে আগের ম্যাচে পয়েন্ট হারানোর কারণে চাপের মুখে আছে। সেখানে রহমতগঞ্জ মাঠে নামছে কঠিন প্রতিপক্ষের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেবার আত্মবিশ্বাস নিয়ে। এখন দেখার বিষয় মৌসুমের শুরুতে আবাহনীর সঙ্গে যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল জায়ান্ট কিলাররা, আজকের ম্যাচে সে রকম কিছু করে দেখাতে পারে তারা? নাকি উল্টো তাদের হারিয়ে দিয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে আবাহনী। সেটাই এখন দেখার বিষয়।
×