ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সালমাদের হ্যাটট্রিক হার

প্রকাশিত: ১১:৫৬, ১ মার্চ ২০২০

সালমাদের হ্যাটট্রিক হার

স্পোর্টস রিপোর্টার॥ অস্ট্রেলিয়ায় চলমান মহিলা টি২০ বিশ্বকাপে পরাজয়ের হ্যাটট্রিক গড়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের কাছে শনিবার মেলবোর্নে ১৭ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। দুর্দান্ত বোলিংয়ে আগে ব্যাট করতে নামা কিউই মেয়েদের ১৮.২ ওভারে মাত্র ৯১ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। টি২০ বিশ্বকাপের ইতিহাসে দেশের পক্ষে সেরা বোলিং করেন প্রথম ম্যাচ খেলতে নামা ডানহাতি পেসার রিতু মনি, নেন ১৮ রানে ৪ উইকেট। কিন্তু কিউইদের নাগালে পেয়েও চরম ব্যাটিং ব্যর্থতায় ১৯.৫ ওভারে মাত্র ৭৪ রানে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ইনিংস। ফলে টানা তৃতীয় হার দেখে সালমা খাতুনের দল। প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮ রানে ও অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানে হেরেছে তারা। ফলে চতুর্থবার টি২০ বিশ্বকাপ খেলতে নেমে আগের মতোই গ্রুপপর্ব থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়েছে বাংলাদেশের মেয়েদের। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ৪ ম্যাচেই জয় তুলে নেয়া ভারত। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের বিজয়ীরা দ্বিতীয় দল হিসেবে সেমিতে যাবে। সোমবার শেষ ম্যাচে মেলবোর্নে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ মহিলা দল। এবার বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপেই পড়ে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে চতুর্থবারের মতো মর্যাদার এই আসরে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের মেয়েরা। তাই এবার লক্ষ্য ছিল অন্তত দুই ম্যাচ জেতার যাতে পরবর্তীতে র‌্যাঙ্কিংয়ে উন্নতির জন্য সরাসরি মূলপর্বে খেলার সুযোগ হয়। অধিনায়ক সালমাসহ ক্রিকেটাররা এমন প্রত্যয়ই জানিয়েছিলেন। কিন্তু ভারতের কাছে প্রথম ম্যাচে দারুণ লড়াইয়ের পর ১৮ রানে এবং স্বাগতিক অসি মেয়েদের কাছে ৮৬ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। তবে লক্ষ্য পূরণের জন্য শেষ দুই ম্যাচ বাকিই ছিল। মেলবোর্নের জাংশন ওভালে নিজেদের তৃতীয় ম্যাচে নামেন সালমারা। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে কিউই মেয়েরা। ৩৬ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরুও করে তারা। কিন্তু সালমা নিজেই পরপর দুটি আঘাত হেনে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন। এরপর বিশ্বকাপে প্রথম খেলতে নামা ডানহাতি পেসার রিতু ম্যাজিক দেখান। তিনি আর রুমানা আহমেদের সাঁড়াশি আক্রমণে বিপর্যস্ত কিউই মেয়েদের ইনিংস ১৮.২ ওভারে গুটিয়ে যায় মাত্র ৯১ রানে। র‌্যাচেল প্রিস্ট ৩২ বলে ৩ চারে সর্বোচ্চ ২৫ রান করেন। রিতু ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪টি, সালমা ২.২ ওভারে ৭ রানে ৩টি ও রুমানা ৪ ওভারে ১৭ রানে ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে প্রথম থেকেই বিপাকে পড়ে বাংলাদেশের মেয়েরা। লেই ক্যাসপেরেকের অফস্পিন ও হাইলি জেনসেনের পেসে বিপর্যস্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৭৪ রানে। শুধু নিগার সুলতানা জ্যোতি ২৬ বলে ৩ চারে সর্বোচ্চ ২১ রান করেছেন। ৪ নম্বরে নেমে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন ব্যক্তিগত ৯ রানে। পরে দলের বিপর্যয়ে আবার ব্যাটিংয়ে নেমে এই রান করেন তিনি। ক্যাসপেরেক ও জেনসেন ৩টি করে উইকেট নেন। ১৭ রানের পরাজয়ে হ্যাটট্রিক হার দেখেন সালমারা। তিনবার সেমি থেকে বিদায় নেয়া ভারত নারী দল এবার আটঘাট বেঁধে মাঠে নেমেছে। গ্রুপ-এ থেকে চার ম্যাচের সবকটি জিতে সবার আগে অস্ট্রেলিয়ায় চলতি প্রমীলা টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে হারমানপ্রিত কাউরের দল। শনিবার শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। দিনের অপর ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৭ রানের জয়ে সেমির দৌড়ে আছে নিউজিল্যান্ডও। সোমবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কিউই মেয়েরা। সমান দুটি করে জয়ে ৪ পয়েন্ট অর্জন করা দু’দলের জন্য যেটি হবে অঘোষিত কোয়ার্টার ফাইনাল, যারা জিতবে ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সেমির টিকেট পাবে তারা।
×