ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এই এল ক্ল্যাসিকোই নির্ধারণ করে দিতে পারে শিরোপা ভাগ্য, মেসিকে রোখার পরিকল্পনা করছেন রামোস

বার্নাব্যুতে রিয়াল-বার্সিলোনা মহারণ

প্রকাশিত: ১১:৫৫, ১ মার্চ ২০২০

বার্নাব্যুতে রিয়াল-বার্সিলোনা মহারণ

জিএম মোস্তফা ॥ এল ক্ল্যাসিকো মানেই বাড়তি উত্তেজনা। বিশ্ব ক্লাব টেবলের অন্যতম সেরা দ্বৈরথ। বার্সিলোনা-রিয়াল মাদ্রিদের এই লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে থাকে গোটা দুনিয়ার ভক্ত-অনুরাগীরা। স্প্যানিশ লা লিগায় বছরের প্রথম এল ক্ল্যাসিকো দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। চলতি মৌসুমে বার্সিলোনা আর রিয়াল মাদ্রিদের এটা দ্বিতীয় লড়াই। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। ফেসবুকে সরাসরি দেখা যাবে মেসি-রামোসদের লড়াই। এই ম্যাচে বার্সিলোনাকে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। ন্যুক্যাম্পে ২০১৯-২০ মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে সুয়ারেজের হ্যাটট্রিকে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। ওই হারের পরই কোচ জুলেন লোপেতেগুইকে বরখাস্ত করে মাদ্রিদের দলটি। এরপর সান্তিয়াগো সোলারিও খুব বেশিদিন স্থায়ী হননি রিয়ালে। বাজে পারফর্মেন্সের কারণে তাকেও বরখাস্ত করে কোচ হিসেবে পুনর্নিয়োগ দেয় জিনেদিন জিদানকে। ফরাসী কিংবদন্তি জিদানের অধীনেও খুব বেশি সুবিধে করতে পারেনি লস ব্ল্যাঙ্কোসরা। চলতি মৌসুমে ২৫ ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে জিনেদিন জিদানের দল। সমানসংখ্যক ম্যাচ থেকে ৫৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বার্সিলোনা। বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ব্যবধান ২। এই ম্যাচটা তাই দুই দলের জন্যই আলাদা রকমভাবে গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদ জিতলে ১ পয়েন্ট এগিয়ে যাবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার চেয়ে। অন্যদিকে কাতালান ক্লাবটি জিতলে এগিয়ে যাবে পাঁচ পয়েন্টে। সেই সঙ্গে শিরোপার লড়াইয়েও এগিয়ে যাবে মেসি-পিকেরা। রিয়াল মাদ্রিদ আর বার্সিলোনার ম্যাচ মানেই যেন একটা যুদ্ধ যুদ্ধ ভাব। কাতালুনিয়ার স্বাধীনতার আন্দোলন রিয়াল-বার্সার দ্বৈরথে এখন বাড়তি উত্তেজনা যোগ করে। এবারের এল ক্ল্যাসিকোর আগে বার্সিলোনার সেরা তারকা লিওনেল মেসির প্রতি শ্রদ্ধাবোধ ঝরে পড়েছে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের কথায়। বার্সাকে হারিয়ে শিরোপা লড়াইয়ে এগিয়ে যাওয়ার ম্যাচের আগে প্রতিপক্ষের সেরা তারকাকে নিয়ে রামোস বলেন, ‘তার প্রতি আমার অনেক শ্রদ্ধা। সে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।’ প্রশংসা করলেও এবারের ক্ল্যাসিকোতে মেসির বাজে দিন প্রত্যাশা করছেন রামোস। এ প্রসঙ্গে রিয়াল মাদ্রিদের এই স্প্যানিয়ার্ড বলেন, ‘আশা করছি রবিবার দিনটা তার হবে না। আর সেটা যদি হয় তাহলে আমাদের কাজটা সহজ হবে।’ এক সময়ে এল ক্ল্যাসিকোর বড় দুই নায়ক ছিলেন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এলএম টেন এখনও বার্সিলোনার প্রতিনিধিত্ব করছেন। তবে সিআর সেভেন রিয়াল ছেড়ে নতুন করে ঠিকানা গড়েছেন জুভেন্টাসে। তার বদলে নতুন মৌসুম শুরুর আগেই চেলসি থেকে এডেন হ্যাজার্ডকে কিনে আনে রিয়াল মাদ্রিদ। কিন্তু বার্নাব্যুতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই বেলজিয়ান। চোটের কারণে আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন হ্যাজার্ড। তার অনুপস্থিতিটা বেশ ভালভাবেই মিস করছে জিদানের দল। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির কাছে নিজেদের মাটিতে হেরেছে রিয়াল মাদ্রিদ। এবার বার্সিলোনার বিপক্ষে ম্যাচেও দর্শকের ভূমিকায় থাকবেন এই বেলজিয়ান তারকা। শুধু তাই নয়, চোটাগ্রস্ত হ্যাজার্ড হয়তো এ মৌসুমে আর মাঠে নামতে পারবেন না বলে ধারণা করছেন লস ব্ল্যাঙ্কোসদের কোচ জিনেদিন জিদান। কবে কবে নাগাদ ফিরবেন সে বিষয়েও সঠিক কোন ধারণা নেই রিয়ালের এ কোচের। বার্নাব্যুতে রিয়ালের ক্ল্যাসিকো জয়ের রামোসের সূত্রেও আছে মেসিকে আটকে রাখার বিষয়। মেসিকে তার স্বাভাবিক খেলাটা খেলতে না দিলেই রিয়ালের জয় পাওয়াটা সহজ হয়ে যাবে বলে মনে করেন স্প্যানিশ ডিফেন্ডার। আর কিভাবে বার্সাকে সমস্যায় ফেলতে পারে রিয়াল? রামোসের উত্তর, ‘আমরা তাদের বিপক্ষে অনেক খেলেছি। তাই আমরা জানি কিভাবে তাদের সমস্যায় ফেলতে হয়। বার্সিলোনা এমন একটি দল যারা বলের দখল রাখতে চায়। এটা যদি ওদের করতে না দেয়া হয় তখন অস্বস্তিতে পড়ে যায়। এটা শুধু মাদ্রিদ নয়, সব দলই জানে।’ তবে বার্সিলোনাকে বেশি চাপে রাখতে যাওয়াটা আবার বিপরীত কিছু হয়ে যেতে পারে বলেও সতীর্থদের সতর্ক করে দিয়েছেন রামোস। তিনি বলেন, ‘ওদের বেশি চাপে রাখতে যাওয়াটা ঝুঁকির। ওদের দলে বিপজ্জনক অনেক খেলোয়াড় আছে, যারা এল ক্ল্যাসিকোর ভাগ্য গড়ে দিতে পারে। তবে আমি আশা করব এই ম্যাচে এমন কিছু হবে না।’ রিয়াল-বার্সিলোনা ছাড়াও আজ লা লিগায় মাঠে গড়াবে আরও চারটি ম্যাচ। সেভিয়া খেলবে ওসাসুনার বিপক্ষে। এ্যাথলেটিক বিলবাও স্বাগত জানাবে ভিয়ারিয়ালকে। এস্পানিওল মুখোমুখি হবে এ্যাটলেটিকো মাদ্রিদের। মায়োর্কা সফর করবে গেটাফে।
×