ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ ড. আশরাফ সিদ্দিকীর জন্মবার্ষিকী

প্রকাশিত: ১১:৪২, ১ মার্চ ২০২০

আজ ড. আশরাফ সিদ্দিকীর জন্মবার্ষিকী

বিশিষ্ট লোকবিজ্ঞানী ড. আশরাফ সিদ্দিকীর ৯৩তম জন্মবার্ষিকী আজ ১ মার্চ। তিনি ১৯২৭ সালে এ দিনে টাঙ্গাইলের কালিহাতীর নাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, নাট্যকার, জীবনীকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ব্যক্তিত্ব। শিক্ষাজীবন শেষে টাঙ্গাইলের কুমুদিনী কলেজে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি তৎকালীন জগন্নাথ সরকারী কলেজে ও চট্টগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালনসহ রাজশাহী সরকারী কলেজে, ঢাকা কলেজের বাংলা বিভাগের স্বনামধন্য অধ্যাপকের দায়িত্ব পালন করেন। ড. আশরাফ সিদ্দিকী বাংলা সাহিত্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকসহ দেশ-বিদেশের অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে প্রতিষ্ঠিত ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পুরোভাগে রয়েছে ড. আশরাফ সিদ্দিকীর স্মরণীয় অবদান। বর্তমানে ড. আশরাফ সিদ্দিকী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাজধানীর এ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলার এই খ্যাতনামা লোকবিজ্ঞানীর রোগমুক্তির লক্ষ্যে প্রার্থনা করতে তার আত্মীয়-স্বজনসহ শুভানুধ্যায়ীর প্রতি ড. আশরাফ সিদ্দিকীর পরিবার এবং প্রিন্সিপাল ইব্রাহীন খাঁ স্মৃতিসংঘের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। Ñবিজ্ঞপ্তি
×