ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যতিক্রমী আয়োজন

শেষ হলো আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড

প্রকাশিত: ১১:২২, ১ মার্চ ২০২০

শেষ হলো আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড

স্টাফ রিপোর্টার ॥ ভাষার মাসের শেষ দিনে দেশের ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন স্কুলের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব। মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গিত এবারের ব্যতিক্রমী এ আয়োজনে অংশ নিয়েছে ৯৯টি ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা উপলক্ষে অনুষ্ঠান সাজানো হয়েছিল ‘মুজিববর্ষ’ মাথায় রেখে। শিশুদের আঁকা বঙ্গবন্ধুর ছবি ও পোস্টার দিয়ে সাজানো হয় অনুষ্ঠানস্থল। ছিল জাতির পিতা সম্পর্কে নানা পরিবেশনা। ঢাকার উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজনে বাংলা অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান হয় সকাল পৌনে নয়টায়। ঢাকার পাশাপাশি এ বছর প্রথমবারের মতো চট্টগ্রামেও বাংলা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদে অবস্থিত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ ক্যাম্পাসে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান। চট্টগ্রামে ২৬টি স্কুলের ৩৪২ জন প্রতিযোগিতায় অংশ নেয়, অন্যদিকে ঢাকায় অংশ নিয়েছে ৯৯ টি স্কুলের এক হাজার ৬৪৮ জন শিক্ষার্থী।
×