ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী দেশকে যথার্থই বদলে দিয়েছেন ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:২১, ১ মার্চ ২০২০

প্রধানমন্ত্রী দেশকে যথার্থই বদলে দিয়েছেন ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৯ ফেব্রুয়ারি ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী ২০০৮ সালে দেশকে বদলে দেয়ার অঙ্গীকার করেছিলেন এবং এ দেশকে তিনি যথার্থভাবেই বদলে দিয়েছেন বলেই আমাদের দেশ সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছে। এদেশে জঙ্গী, সন্ত্রাস ও মাদককারবারিদের অবস্থান কখনই হবে না। দেশের উন্নয়নের ক্ষেত্রে এগুলো অন্তরায়। দেশের অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্ত করতে দেশে জঙ্গী তৎপরতা দেখা দিয়েছিল। আমরা তা প্রতিহত করেছি। ২০১৪ সালে ৯১ দিন দেশে অগ্নিসন্ত্রাস চলেছিল। এদেশের জনগণকে সঙ্গে নিয়ে সেটা আমরা দমন করেছি। এখন দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। বর্তমানে সরকারী চাকরির ক্ষেত্রে মাদকসেবীদের এড়িয়ে চলার জন্য ডোপ টেস্ট করা হবে। মাদকসেবীদের জন্য সরকারী পদক্ষেপ প্রশংসিত হবে বলে আমরা মনে করি। মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কার্যক্রম উদ্বোধন শেষে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশ ফোরামের ব্যবস্থাপনায় দর্শনা সরকারী কলেজ মাঠে বিকেল ৪টায় জঙ্গী, সন্ত্রাস ও মাদকবিরোধী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
×