ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অন্যকে দেয়ার অনুরোধ

প্রকাশিত: ১১:২১, ১ মার্চ ২০২০

অন্যকে দেয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্রের কেন্টাকির এক স্কুলের শিক্ষক উইনস্টন লি সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি একটি পরীক্ষার খাতার ছবি দিয়ে লিখেছেন, এক ছাত্র তার বোনাস পাঁচ পয়েন্ট কোন ‘দুর্বল’ শিক্ষার্থীকে দেয়ার অনুরোধ করেছে। ছবিতে দেখা যাচ্ছে, খাতার একদম নিচে ওই শিক্ষার্থী লিখেছে, যদি সম্ভব হয় তবে তার বোনাস পয়েন্ট যেন অন্য কাউকে দিয়ে দেয়া হয়। ছাত্রটি মোট ৯৪ নম্বর পেয়েছে। ফলে সে পাঁচ পয়েন্ট বোনাস পেয়েছে। মার্কিন চ্যাট শো ‘গুড মর্নিং আমেরিকা’-এ লি জানিয়েছেন, তার ১২ বছরের শিক্ষকতার জীবনে এমন অনুরোধ কখনও দেখেননি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ওই শিক্ষার্থীর অনুরোধ মেনে বোনাস পয়েন্ট অন্য শিক্ষার্থীকে দেয়া হয়েছে। যদিও কারও পরিচয় প্রকাশ করা হয়নি। -এমএনএস
×