ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাফিক যখন কুকুর

প্রকাশিত: ১১:২০, ১ মার্চ ২০২০

ট্রাফিক যখন কুকুর

জর্জিয়ার বাতুমির রাস্তায় কুপাতা নামের একটি কুকুরকে ঘুরতে দেখা যায়। প্রতিদিন তাকে দেখা যায় বাতুমির রাস্তায় ‘ট্রাফিক সার্জেন্ট’-এর ভূমিকা পালন করে। জেব্রা ক্রসিংয়ের কাছে ছোট শিশুদের দাঁড়িয়ে থাকতে দেখলে কুপাতা রাস্তার মাঝখানে চলে যায়। গিয়ে চিৎকার করতে শুরু করে। পরে দ্রুতগতির গাড়িগুলো থামিয়ে দেয়। গাড়িগুলো থেমে যেতেই কুপাতার তত্ত্বাবধানে রাস্তা পার হয় ছোট্ট শিক্ষার্থীরা। যতক্ষণ তারা রাস্তা পার হলো ততক্ষণ কুপাতা চিৎকার করে গাড়িগুলো চলাচল করতে নিষেধ করে। সেই ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, কোন গাড়ি কুপাতার নিষেধ না শুনলে বা না থামলে, তার পিছু পিছু গিয়ে ‘ধমক’ দিচ্ছে কুপাতা। তামতা ও তার বয়ফ্রেন্ড বেকা থাকেন বাতুমিতেই। তারা ও তাদের প্রতিবেশীরা মিলে যতœ নেন কুপাতার। তামতা জানিয়েছেন, বাচ্চাদের রাস্তা পার করার কাজ প্রতিদিন করেন কুপাতা। -ইউএসএ টুডে
×