ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ গেল নারীর

প্রকাশিত: ১১:২০, ১ মার্চ ২০২০

ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ গেল নারীর

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মুগদায় ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে রিক্সা থেকে পড়ে তারিনা বেগম লিপি (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত লিপি সিলেট সদর উপজেলার গোলাম কিবরিয়ার স্ত্রী। নিহতের আত্মীয় আদনান তাহের জানান, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি লিপিরা সপরিবারে তাদের সবুজবাগ দক্ষিণ রাজারবাগ এলাকার বাসায় বেড়াতে আসে। তিনি জানান, শনিবার ভোরের দিকে সিলেট যাওয়ার উদ্দেশে লিপি সপরিবারে দক্ষিণ রাজারবাগের বাসা থেকে বের হন। এজন্য বাসার সামনে থেকে তাদের রিক্সায় তুলে দেয়া হয় কমলাপুর স্টেশনে যাওয়ার উদ্দেশে। আদনান জানান, দুই রিক্সা নিয়ে তারা যাচ্ছিলেন। এক রিক্সায় ছিলেন লিপি ও তার বড় ছেলে শাহরিয়ার রিংকি (১৫)। আর অন্য রিক্সায় গোলাম কিবরিয়া ও মেয়ে তামিসা বিনতে কিবরিয়া (৬)। তারা রিক্সা নিয়ে মুগদা স্টেডিয়াম এলাকার ইউনিক বাস কাউন্টারের সামনে একটি প্রাইভেটকার ভেতর থেকে ২ থেকে ৩ জন ছিনতাইকারী লিপির হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগসহ রিক্সা থেকে ছিটকে পড়ে যান লিপি। এতে অজ্ঞান হয়ে যান। পরে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থায় অবনতি হলে সকাল পৌনে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, ভোরের দিকে এক রিক্সায় লিপি ও তার বড় ছেলে শাহরিয়ার রিংকি নিয়ে কমলাপুর রেলস্টেশনে যাচ্ছিলেন। এর পাশের রিক্সা ছিলেন তার স্বামী গোলাম কিবরিয়া ও তার মেয়ে তামিসা বিনতে কিবরিয়া (৬)। পথিমধ্যে মুগদা স্টেডিয়াম এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেটকার থেকে ছিনতাইকারীরা লিপির হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে লিপি ব্যাগসহ রিক্সা থেকে ছিটকে পড়ে মাথা ফেটে যায়। এর অদূরে একটি পুলিশের টহল গাড়ি। দুর্ঘটনা ভেবে টহল পুলিশ দল ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সেখানে এসে তারা জানতে পারেন ছিনতাইয়ের ঘটনা।
×