ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দলের মধ্যে থাকা ধান্দাবাজদের এখনই রুখতে হবে ॥ নাসিম

প্রকাশিত: ১১:১৯, ১ মার্চ ২০২০

দলের মধ্যে থাকা ধান্দাবাজদের এখনই রুখতে হবে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের চেয়ে ভয়ঙ্কর হলো আওয়ামী লীগের মধ্যে থাকা সুবিধাভোগী, সুযোগসন্ধানী ও ধান্দাবাজরা। তাদের থেকে সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে রক্ষা করতে হলে এসব সুযোগসন্ধানীদের শুধু বহিষ্কার নয়, আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। মনে রাখতে হবে ওয়ান ইলেভেন, এরশাদবিরোধী আন্দোলন ও খালেদাবিরোধী আন্দোলনের সময় এসব সুবিধাভোগীদের মাঠে খুঁজে পাাওয়া যায়নি। তাদের কারণে বর্তমান সরকারের বিশাল অর্জনকে সøান হতে দেয়া যাবে না। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কুমকুমের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াত সৃষ্ট জঙ্গী দমন করতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এখন আলোকিত। এই অর্জন ও গৌরব ধরে রাখতে হবে। আলমগীর কুমকুমকে ‘সাহসী ও বঙ্গবন্ধুপ্রেমী’ অভিহিত করে তিনি বলেন, এখন সবাই আওয়ামী লীগার হয়ে গেছেন। সবাই জয়বাংলা সেøাগান দেন। জয়বাংলা বলেন না এমন মানুষ খুঁজতে গেলে দূরবীন লাগবে। ক্ষমতায় থাকার কারণে দলের ছত্রছায়ায় ‘ফ্রাঙ্কেনস্টাইন’ তৈরি হয়েছে মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘সবসময় ক্ষমতাসীন দলের সঙ্গে কিছু সুবিধাবাদী, ধান্দাবাজ যোগদান করে। এদের চেহারা পরিবর্তন হতে বেশিক্ষণ সময় লাগে না। এরা এমনভাবে কথা বলেন যেন আমার চেয়েও বড় আওয়ামী লীগার। এদের চেয়ে আর বড় আওয়ামী লীগার কেউ হয় না। এই সমস্ত ধান্দাবাজদের কারণেই অনেক সময় মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়।’ নারী-শিশু নির্যাতনকারীদের অতি অল্প সময়ের মধ্যে বিচার শেষ করতে প্রয়োজনে আইন সংশোধনের উদ্যোগ নেয়ার জন্য আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, নারী নির্যাতনকারীদের আপনারা দ্রুত বিচারের আওতায় আনুন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- দেয়ার বিধান নিশ্চিত করুন। তিনি বলেন, মুজিববর্ষে একটাই অঙ্গীকার, নারী-শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ। বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেইমানি করেননি জাতীয় চার নেতা এদিকে শনিবার বিকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের উদ্যোগে আয়োজিত অমর একুশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, একুশ মানে মাথানত না করা, একুশে মানে এগিয়ে যাওয়া। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুর রক্তের সাথে বেইমানি করেননি জাতীয় চার নেতা। ইঞ্জিনিয়ার হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জহুরুল ইসলাম এমপি, অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।
×