ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচার শুরুর আগে ঘর গোছানোর ব্যস্ততা

প্রকাশিত: ১১:১৭, ১ মার্চ ২০২০

প্রচার শুরুর আগে ঘর গোছানোর ব্যস্ততা

হাসান নাসির, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার এখনও শুরু না হলেও প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন ঘর গোছানোর কাজ। ভোটের ফলাফল অনুকূলে রাখতে তারা এখন অভ্যন্তরীণ বৈঠক ও কলাকৌশল ঠিক করতে ব্যস্ত। চলছে তৃণমূল পর্যায়ে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার কর্মসূচী। এদিকে আজ রবিবার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ করবে কমিশন। এখনও পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের বড় ধরনের কোন ঘটনা না ঘটলেও প্রতিদ্বন্দ্বী এক কাউন্সিলর প্রার্থীর কর্মীদের ওপর মনোনয়নবঞ্চিত বর্তমান কাউন্সিলর সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে একটি মামলাও হয়েছে। চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী শনিবার সকালে সাক্ষাত করেন সাবেক মেয়র এম মনজুর আলমের সঙ্গে। মনজুর আলম বিএনপির সমর্থনে এক মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করলেও তিনি মূলত আওয়ামী ঘরানার মানুষ। বিএনপি থেকে পদত্যাগের পর তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় ফরমও নিয়েছিলেন। বৈঠকে সাবেক মেয়রের কাছ থেকে সমর্থন এবং পরামর্শ চান রেজাউল করিম চৌধুরী। তাদের মধ্যে চট্টগ্রাম মহানগরীর নাগরিক সেবার মান বাড়াতে করণীয় নিয়েও আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম-৪ আসনের এমপি দিদারুল আলম, ওয়ার্ড কাউন্সিলর নেছার আহমদ মঞ্জু ও স্থানীয় আওয়মী লীগ নেতারা। ঘোষিত তফসিল অনুযায়ী আজ রবিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা প্রার্থীদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করবেন। সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন ব্যাংক, পুলিশ প্রশাসন ও সেবা সংস্থার প্রতিনিধিরা। যাদের মনোনয়নপত্র বাতিল হবে তারা ২ থেকে ৪ মার্চ আপিলের সুযোগ পাবেন। বিদ্রোহীদের নিয়ে আওয়ামী লীগের বৈঠক ৫ মার্চ আওয়ামী লীগে নৌকা প্রতীকের মেয়র প্রার্থিতা নিয়ে কোন ধরনের বিরোধ না থাকলেও কাউন্সিলর পদে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৮ জন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১৩ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫ জন রয়েছেন। সিটি নির্বাচন অনেকটা প্রভাবিত হয় কাউন্সিলর প্রার্থীদের দ্বারা। কারণ সাধারণত কাউন্সিলর প্রার্থীরাই কেন্দ্রে ভোটার সমাগম ঘটিয়ে থাকেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে দলের নেতৃত্ব বিদ্রোহী প্রার্থী ঠেকাতে তৎপর হয়েছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উদ্যোগে আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হবে বিদ্রোহীদের নিয়ে বৈঠক। শুক্রবার মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একটি সভায় এ সিদ্ধান্ত হয়। প্রতিটি ওয়ার্ডে দলের একজন মাত্র প্রার্থী রাখতে নির্দেশনা রয়েছে কেন্দ্র থেকে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের এক কাউন্সিলর প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে শুক্রবার রাতে। মনোনয়ন পাওয়া প্রার্থী মোঃ নুরুল আমিনের ওপর এ হামলা চলে। কর্পোরেশনের সরাইপাড়া ওয়ার্ডের মনোনয়নবঞ্চিত বর্তমান কাউন্সিলর সাবের আহমেদের সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রার্থী। এ ব্যাপারে বর্তমান কাউন্সিলর সাবেক, তার পুত্র ফারুক আহমদ অপুসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের হয়েছে। আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। তফসিল অনুযায়ী ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার ও ৯ মার্চ প্রতীক বরাদ্দ হবে। সেদিন থেকেই শুরু হয়ে যাবে প্রচার।
×