ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

’৭৪ সালে দেশে কোটিপতি ছিল চারজন, এখন ১ লাখ ২২ হাজার ॥ মেনন

প্রকাশিত: ১১:১১, ১ মার্চ ২০২০

’৭৪ সালে দেশে কোটিপতি ছিল চারজন, এখন ১ লাখ ২২ হাজার ॥ মেনন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ব্যাংক লুট হয়ে যাচ্ছে প্রতিদিন মন্তব্য করে বাংলদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু বৈষম্যও হচ্ছে পাহাড় সমান। আমাদের মাথাপিছু আয় ১৯০৯ ডলার। কিন্তু দারিদ্র্য সীমার নিচে যারা বাস করে তাদের মাথাপিছু আয় দৈনিক এক ডলারের চেয়ে কম। তিনি বলেন, ’৭৪ সালে ছিল ৪ জন কোটিপতি, আর এখন আমাদের কোটিপতির সংখ্যা ১ লাখ ২২ হাজার জন। এরা কোটি-কোটি কোটিপতি। এই কোটিপতির সংখ্যা তাদের জীবনযাপন, তাদের আরাম, আদের আয়েশ, তাদের বিলাশ। যখন কেউ ধরা পড়েন, বলেন দল কোন দায় নেবে না। তবে কে দায় নেবে? যে সমস্ত ভোগবাদী নীতি আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, সেই সমস্ত নীতি আমাদের বাদ দিতে হবে।
×