ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-প্যারিস সরাসরি ফ্লাইট চালু করতে আলোচনা হবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:১০, ১ মার্চ ২০২০

ঢাকা-প্যারিস সরাসরি ফ্লাইট চালু করতে আলোচনা হবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ঢাকা-প্যারিসের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার জন্য ফরাসী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। এছাড়া দেশের বিমান বন্দরগুলোর পরিষেবা উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার। প্যারিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী গত ২৮ ফেব্রুয়ারি প্যারিসে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। এ সময় তিনি দূতাবাসের কনস্যুলার সার্ভিস সুবিধাগুলো সম্পর্কে জানেন। একইসঙ্গে উপস্থিত সেবা প্রার্থীদের সঙ্গে দূতাবাসের দেয়া পরিষেবার মান সম্পর্কে খোঁজ খবর নেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপনের জন্য প্যারিস দূতাবাসের প্রস্তুতি সম্পর্কেও তিনি অবগত হন। পরে পররাষ্ট্রমন্ত্রী প্যারিসের জালালাবাদ এ্যাসোসিয়শনের সম্মানে অনুষ্ঠিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে দু’জন মেয়র এবং ফ্রান্সের বিভিন্ন শহর থেকে কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। ফরাসী প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালনের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।
×