ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:০৮, ১ মার্চ ২০২০

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন দেশটির সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন। শনিবার মালয়েশিয়ার রাজপ্রাসাদ সূত্রে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রাসাদ সূত্রে জানানো হয়, রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ক্ষমতাসীন পাকাতান হারাপান জোট থেকে বেরিয়ে যাওয়া মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান এ মালয় নেতা। ৭২ বছর বয়সী মুহিউদ্দীন ইউএমএনও পার্টিরও সদস্য ছিলেন। খবর দ্য স্ট্রেইট টাইমসের। মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বিবৃতিতে জানান, দেশটির রাজা সংসদের ২২১ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন। এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বলে জানিয়েছেন রাজ পরিবারের মুখপাত্র। মালয়েশিয়ার সংবিধানের ৪৩ (২) (এ) ধারা অনুসারে, দেশটির রাজা বেশির ভাগ সংসদ সদস্যের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। আহমদ ফাদিল শামসুদ্দীন রাজার পক্ষ থেকে জানান, জনগণ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রীর পদে নিয়োগে বিলম্ব করা যায় না। এর আগে ২৪ ফেব্রুয়ারি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহাম্মদ আকস্মিকভাবে পদত্যাগ করেন।
×