ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-জিম্বাবুইয়ে

আজ বাংলাদেশ জিম্বাবুইয়ে প্রথম ওয়ানডে

প্রকাশিত: ১১:০৭, ১ মার্চ ২০২০

আজ বাংলাদেশ জিম্বাবুইয়ে প্রথম ওয়ানডে

মিথুন আশরাফ ॥ ‘জিম্বাবুইয়েকে ওয়ানডে সিরিজে অনায়াসেই হোয়াইটওয়াশ করা সম্ভব।’ আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ ওয়ানডে দলের ক্রিকেটাররা এই কথাই বলেছেন। আজ প্রথম ওয়ানডে দিয়ে বাংলাদেশ ও জিম্বাবুইয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। দুপুর ১টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া আজ প্রথম ওয়ানডেতেই জিম্বাবুইয়েকে হারিয়ে দিয়ে সেই ধবলধোলাইয়ের মিশন শুরু করতে চায় বাংলাদেশ। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আশাবাদী। গতবছর জুলাইয়ে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের পর আবার দলের জার্সি গায়ে নামবেন মাশরাফি। বাংলাদেশ দলও নিজ মাটিতে এ বছরের প্রথম ওয়ানডে সিরিজ খেলতে নামবে। মাশরাফি বলেছেন, ‘এই মুহূর্তে আমরা অনেক দিন পর নামছি। এটা একটা ব্যাপার। প্রথম ম্যাচে সবকিছু একটু মানসিকভাবে গুছিয়ে নিতে হয়। প্রথম থেকেই ঠিক করে নিতে পারি অথবা ম্যাচ চলতে চলতে ওগুলো নিয়ন্ত্রণে চলে আসবে। শুরুটা খুব গুরুত্বপূর্ণ। দলের পরিবেশ যথেষ্ট ভাল। কিছু নতুন ক্রিকেটার এসেছে। ওরা অনেক রোমাঞ্চিত। সুযোগ পেলে ভাল করার জন্য। কোচিং স্টাফ অনেক নতুন। সবাই ঠিক আছে। সুস্থ আছে। দলের অবস্থা খারাপ না। বিশেষ করে টেস্ট ম্যাচ জিতে আসার পর জয়ের রেশটা আছে। আশা করি ঠিকঠাক থাকলে কাল (আজ) ভাল করে শুরু করতে পারব।’ জিম্বাবুইয়ের ওয়ানডে দলের অধিনায়ক চামু চিভাভা জয়ের আশা করেছেন। সাকিব আল হাসান নিষিদ্ধ থাকায় সিরিজ খেলতে পারবেন না। সাকিবের না থাকা সুবিধা হিসেবে দেখছেন চিভাভা। বলেছেন, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়, সে দলে নেই। দলে নতুন একটা সেটাপ এসেছে। সে একের ভেতর দুই, ব্যাটে-বলে সমানতালে খেলেন। সাকিবের না থাকাটা আমাদের জন্য ভাল দিক। সে ভাল মানের একজন ক্রিকেটার।’ সাকিব না থাকায় আশা দেখছেন চিভাভা। যেমনটি টেস্টেও দেখা হয়েছিল। দেখেছিলেন। কিন্তু ইনিংস ও ১০৬ রানে হারে জিম্বাবুইয়ে। বাংলাদেশের মাটিতে খেলা। দেশের মাটিতে বাংলাদেশ যে কতটা শক্তিশালী দল, তা তো প্রতিপক্ষ দল ভালভাবেই বুঝেছে। জিম্বাবুইয়ে তো বারবারই তা বুঝেছে। সর্বশেষ ১৩টি ওয়ানডে টানা জিতেছে বাংলাদেশ। দুই দল সর্বশেষ ২০১৮ সালের শেষের দিকে মুখোমুখি হয়। এরপর আর দুই দল লড়াই করেনি। এবার যখন লড়াই হবে, তখন সবকটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যে স্টেডিয়ামে বাংলাদেশ একটি ওয়ানডে খেলে একটিতেই জয় পেয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে এই স্টেডিয়ামে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর আর সিলেটে ওয়ানডে খেলা হয়নি। এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হওয়ার কথা ছিল। কিন্তু চট্টগ্রামে প্রায়ই খেলা হয়। সিলেটে সেই তুলনায় কম খেলা হয়। আর তাই সিলেটে শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দেয়া হয়। এই স্টেডিয়ামে ওয়ানডেতে বাংলাদেশের সুখ স্মৃতি থাকলেও টেস্টে দুঃখ স্মৃতিই আছে। ২০১৮ সালে একটি টেস্ট খেলে একটিতেই হেরেছে। সেটি জিম্বাবুইয়ের বিরুদ্ধেই হার হয়েছে। টি২০-তে দুটি ম্যাচ খেলে দুটিতেই হার হয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার কাছে এবং একই বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে বাংলাদেশ। তবে ওয়ানডেতে যেহেতু স্মৃতি মধুর, আবার প্রতিপক্ষ দলটিও জিম্বাবুইয়ে, তাই জিম্বাবুইয়েকে সিরিজে হারানোর সঙ্গে ধবলধোলাই করেই সিরিজ শেষ করার প্রত্যাশা করা হচ্ছে। গতবছর জুলাইয়ে বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলেননি মাশরাফি। সাতমাস পর আবার ফিরেছেন দলে। দেশের মাটিতে বছরের প্রথম ওয়ানডে সিরিজে নেতৃত্বও দেবেন। তবে এই সিরিজ শেষেই মাশরাফির নেতৃত্ব শেষ হয়ে যেতেও পারে। সেই সম্ভাবনাও আছে। আর তাই এ সিরিজ নিয়ে উত্তেজনা বেড়ে গেছে। তামিম ইকবালের সঙ্গে প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া নাঈম শেখ ব্যাট হাতে নামবেন। এরপর লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিনে ব্যাটিংয়ের গভীরতা থাকছে। পেস আক্রমণে মাশরাফি তো থাকবেনই। সঙ্গে সাইফউদ্দিনকে দিয়ে পেস বিভাগ সামলানো হবে। স্পিন আক্রমণে মিরাজ ও তাইজুল ইসলামকে নিয়ে ভরসা করা হবে। আফিফও স্পিন জাদু দেখাতে পারেন। ক্রিকেটাররা নিজ নিজ বিভাগে নিজেদের মেলে ধরতে পারলে জিম্বাবুইয়ের টেস্টের মতো ওয়ানডেতেও উড়ে যাওয়ার কথা। সাইফউদ্দিন যেমন বলেছিলেন, ‘জিম্বাবুইয়েকে ধবলধোলাই করা অবশ্যই সম্ভব।’ আজ প্রথম ও ৩ মার্চ দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুইয়েকে হারালেই সিরিজ জয় হয়ে যাবে। ৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে নিলে জিম্বাবুইয়েকে ধবলধোলাই করা হবে। পাঁচ মাস মাঠের বাইরে থাকার পর পুনর্বাসন প্রক্রিয়া শেষে দলে ফিরেই সাইফউদ্দিন বলেছেন, ‘তুলনামূলকভাবে আমরা জিম্বাবুইয়ে থেকে অনেক এগিয়ে। মাঠের পারফর্মেন্সের দিক থেকে, টেস্টে ভাল করেছি। ওয়ানডেতেও শেষ কয়েকবারের দেখায় ধবলধোলাই করেছি। আমরা আশাবাদী ধবলধোলাই করতে পারব।’ জিম্বাবুইয়েকে শেষ তিনটি সিরিজেই ধবলধোলাই করেছে বাংলাদেশ। ৫ ম্যাচের একটি ও তিন ম্যাচের দুটি সিরিজে জিম্বাবুইয়েকে ধবলধোলাই করা গেছে। এবারও সেই আশাই আছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়া টেস্টের মতো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ওয়ানডে সিরিজেও স্পোর্টিং উইকেট থাকার সম্ভাবনার কথাই শোনা যাচ্ছে। তা যদি হয়, তাহলে শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামির ব্যাটিং আর ক্রিস এমপফু, ডোনাল্ড তিরিপানো, চার্লটন টিসুমার গতি এবং ওয়েসলি মাধেভেরে, টিমিসেন মারুমার স্পিন নিয়ে বাংলাদেশের সঠিক পরিকল্পনাও থাকতে হবে। পরিকল্পনা ঠিক থাকলে আর মাঠে ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে পারলে দেশের মাটিতে জিম্বাবুইয়ের বিরুদ্ধে ৪১ ওয়ানডে খেলে যে ৩০টিতে জয় মিলেছে, সেই জয়ের সংখ্যা এবার আরও বাড়বে। আজ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুইয়েকে আবার ধবলধোলাই করা গেলে ৩৩টি জয়ও পাওয়া হয়ে যাবে।
×