ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৯ হাজারের কর্মসংস্থান করেছে মেঘনা গ্রুপ

প্রকাশিত: ১১:০৬, ১ মার্চ ২০২০

৯ হাজারের কর্মসংস্থান করেছে মেঘনা গ্রুপ

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন নয়টি শিল্প কারখানায় চার হাজার কোটি বিনিয়োগ করে ৯ হাজার লোকের কর্মসংস্থান করেছে বহুজাতিক কোম্পানি মেঘনা গ্রুপ। এই নয়টি শিল্পকারখানা একত্রে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে মেঘনা ইকোনমিক জোন ও মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে তিনটি করে মোট ৬ কারখানা চালু করা হয়েছে। এছাড়া আনন্দবাজারে দুটি ও মেঘনা ঘাটে একটি শিল্প কারখানা উদ্বোধন করা হয়। মেঘনা গ্রুপের এই পথচলার মধ্য দিয়ে বেসরকারী খাতের ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চলগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শনিবার দুপুরে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা ইকোনমিক জোনে প্রধান অতিথি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ফিতা কেটে এসব কারখানার উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মেঘনা গ্রুপের মতো দেশের অন্যান্য উদ্যোক্তাকে সহযোগিতা করবে সরকার। একশ’টি অর্থনৈতিক অঞ্চলে পুরোমাত্রায় কার্যক্রম শুরু হলে বাংলাদেশের অর্থনীতির চেহারা পাল্টে যাবে। তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তার মূলে কিন্তু অর্থনীতি। তিনি দেশ দিয়েছেন একই সঙ্গে অর্থনৈতিক মুক্তি ও উন্নয়নের দর্শনও দিয়ে গেছেন। কিন্তু ঘাতকরা তাকে বাঁচতে দেয়নি। কিন্তু বঙ্গবন্ধুকন্যা এখন তার সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশ্বের এক নম্বর প্রধানমন্ত্রী এখন শেখ হাসিনা। শুধু তাই নয়, রোহিঙ্গা ইস্যু প্রধানমন্ত্রী যেভাবে সামাল দিয়েছেন তাতে তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে বিশ্বের বিভিন্ন মহল থেকে কথা উঠেছে। মেঘনা গ্রুপকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। আবার এটাও মনে রাখতে হবে, এই উন্নয়নের সুফল যাতে দেশের গরিব মানুষরাও পান। যে মানুষের মধ্যে দেশপ্রেম নেই, তারা ভাল মানুষ নয়। ব্যবসায়ীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা হলে সবার লাভ। আশা করব, আপনারা সুস্থ প্রতিযোগিতায় থেকে অন্যদেরও পথ দেখাবেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। দেশের জিডিপি, দারিদ্র্য হ্রাস এবং শিল্পায়নে সারা বিশ্বের বিস্ময় এখন বাংলাদেশ। ব্যবসায়ীদের দায়বদ্ধতা থাকা উচিত, একই সঙ্গে দেশের যে কোন সঙ্কটে তাদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মেঘনা গ্রুপ সেই কাজটি করছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোস্তফা কামালের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এইতো কিছুদিন আগে ভারত রফতানি বন্ধ করে দিলে দেশে পেঁয়াজের সঙ্কট হয়ে পড়ে। সেই চাপে আমার যখন চুল উঠে যাওয়ার উপক্রম সেদিন মেঘনা গ্রুপকে পাশে পেয়েছিলাম। সরকারের প্রস্তাবে সায় দিয়ে মেঘনা গ্রুপ সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করে বিনা মুনাফায় সরবকারকে দিয়েছে। তাদের মতো অন্যান্য গ্রুপও সরকারের পাশে দাঁড়িয়েছে। এটাই দেশ ও দেশের মানুষের প্রতি ভালবাসা। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নে ব্যাপক যে কর্মতৎপরতা শুরু করেছেন তার প্রমাণ এই মেঘনা গ্রুপ। চার বছর আগের কলাবাগান এখন অর্থনৈতিক অঞ্চল। এভাবে দেশে ১০০টি অর্থনৈতিক গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রীও ভিশনারি নেতা। আর এ কারণে দেশে এগিয়ে যাচ্ছে। পবন চৌধুরী বলেন, ২০১৫ সালে যখন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের যাত্রা শুরু হয়, তখন কাউকে পাচ্ছিলাম না। ঠিক সেই সময় মেঘনা গ্রুপের মতো বড় বড় প্রতিষ্ঠানকে খুঁজে বের করে বেজা। তিনি বলেন, বেজার কাছে এখন ৫০ হাজার একরের ল্যান্ড ব্যাংক রয়েছে। ঘোষিত সময়ের মধ্যে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। শেখ ফজলে ফাহিম বলেন, দেশের ৬৪ জেলায় একজন করে মোস্তফা কামালের মতো উদ্যোক্তা প্রয়োজন। এফবিসিসিআই থেকে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। ভবিষ্যতে ব্যবসায়ীরা নতুন কারখানা স্থাপনে এগিয়ে আসেন সেই সহযোগিতা করবে এফবিসিসিআই। অনুষ্ঠানে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মেঘনা গ্রুপের ৪৮টি শিল্প কারখানায় বর্তমান ৩৫ হাজারে কর্মীবাহিনী রয়েছে। নতুন নয়টি কারখানায় চার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে ৯ হাজার লোকের কর্মসংস্থান করা হয়েছে। তিনি বলেন, দেশের চাহিদা মিটিয়ে মেঘনা গ্রুপের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। মানসম্পন্ন পণ্য উৎপাদনে আপোসহীন মেঘনা গ্রুপ। এছাড়া প্রতিবছর সরকারকে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব প্রদান করা হচ্ছে। তিনি বলেন, রফতানিতে প্রণোদনা, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও সংযোগ প্রদান, এ্যাডভান্স ট্যাক্স কমানো উচিত। এতে উদ্যোক্তারা উৎসাহিত হবেন। উদ্বোধন হওয়া শিল্প কারখানগুলো হলো মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড। দৈনিক ৩৫০০ টন উৎপাদনের ক্ষমতা সম্পন্ন এ শিল্পে ১০০০ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।। দেশের চাহিদা পূরণের পাশাপাশি নেপাল এবং ভুটানে এ পণ্য রফতানি করা হবে। সোনারগাঁ সিড্ ক্রাশিং মিলস্ লিমিটেড- বাংলাদেশের বৃহত্তম এ সিড্ ক্রাশিং মিলে প্রথমবারের মতো লিকুইড লেসিথিনের পাশাপাশি পাউডার লেসিথিন এই কারখানা থেকে উৎপাদিত হচ্ছে, যা বেকারি, ওষুধ শিল্প কারখানা, ডেইরি এবং ফিডের অপরিহার্য উপাদান শামিল হিসেবে বিবেচিত। এর উৎপাদন ক্ষমতা দৈনিক ৫৫০০ টন। এখানে ৩০০ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান হচ্ছে মেঘনা বলপেন এ্যান্ড এক্সেসরিজ এমএফজি লিমিটেড, মেঘনা নুডুলস এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেড, সোনারগাঁ প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্রেশ ওয়েল্ডিং, ইলেকট্রোডস এ্যান্ড ওয়্যার, মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড, সোনারগাঁও শিপ বিল্ডার্স এ্যান্ড ডকইয়ার্ড লিমিটেড ও ফ্রেশ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-২)। এছাড়া সোনারগাঁ সংবাদদাতা জানান, ফ্রেশ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-২)ঃ জার্মানির সর্বাধুনিক মেশিনারি দ্বারা সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্মিত এ কারখানায় উন্নত মানসম্পন্ন পরিবেশবান্ধব সিমেন্ট উৎপাদিত হচ্ছে। এখানে দৈনিক ১০,০০০ টন সিমেন্ট উৎপাদনসহ ১,০০০ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এ সিমেন্ট দেশীয় চাহিদা যোগান শেষে ভারতেও রফতানির সুযোগ রয়েছে। এই ৯টি শিল্প কারখানা প্রতিষ্ঠানে প্রায় ৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
×