ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবু সাঈদ তুলুর ‘নাট্য ঐতিহ্য ও বাংলাদেশের নাটক’

প্রকাশিত: ০৯:৩০, ১ মার্চ ২০২০

আবু সাঈদ তুলুর ‘নাট্য ঐতিহ্য ও বাংলাদেশের নাটক’

সংস্কৃতি ডেস্ক ॥ অমর একুশে গ্রন্থমেলা-২০২০ উপলক্ষে প্রকাশ হয়েছে নাট্য গবেষক, শিক্ষক আবু সাঈদ তুলু রচিত প্রবন্ধগ্রন্থ ‘নাট্য ঐতিহ্য ও বাংলাদেশের নাটক’। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইটি গ্রন্থমেলার বর্ধিত অংশ সোহরাওয়ার্দী উদ্যানে ৩৩ প্যাভিলিয়ন থেকে সংগ্রহ করেছেন অনেকেই। বইটি কালি ও কলম সম্পাদক আবুল হাসনাতকে উৎসর্গ করা হয়েছে। ২৫৬ পৃষ্ঠার এ গ্রন্থে এ ভূখ-ের হাজার বছরের সংস্কৃতি, নাট্য ঐতিহ্য ও নাট্যচর্চা নিয়ে আলোচনা করা হয়েছে। এতে ইতিহাসের নানা ঘূর্ণাবর্তে নাটকের প্রবহমানতা ও বৈশিষ্ট্যগুলো বিবৃত করা হয়েছে। বাঙালী জাতির সাংস্কৃতিক আত্মপরিচয় কেন প্রয়োজন, কিভাবে তা সম্ভব, উপনিবেশের জ্ঞানতত্ত্বকে প্রত্যাখ্যান করে সেলিম আল দীন কিভাবে এগিয়েছেন তা নিয়ে আলোচনা করা হয়েছে।
×