ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ‘কেরামত আলী ক্যানভাসার’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৯:২৮, ১ মার্চ ২০২০

নেত্রকোনায় ‘কেরামত আলী ক্যানভাসার’ মঞ্চস্থ

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ ‘জঙ্গী-অবক্ষয়-দুর্নীতি মানবে না এ সংস্কৃতি’- প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা সদরের পাবলিক হলে সোমবার রাতে বারহাট্টা উপজেলার কংস থিয়েটারের উদ্যোগে ‘কেরামত আলী ক্যানভাসার’ নাটক মঞ্চস্থ হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ‘৬৪ জেলা জাতীয় নাট্যোৎসব’ এর আওতায় এ নাটকের আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ম-লীর সদস্য শাহাদাত হোসেন খান হিলু আনুষ্ঠানিকভাবে নাট্যোৎসবের উদ্বোধন করেন। কংস থিয়েটারের সভাপতি অধ্যাপক একে সাইফুল্লাহ খালেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্যকার অধ্যাপক ননী গোপাল সরকার, শরীফ মাহফুজুল হক আপেল, সানাওয়ার হোসেন ভূঁইয়া ও উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রদীপ সরকার শ্যামল। প্রদীপ সরকার শ্যামলের রচনা ও নির্দেশনায় ‘কেরামত আলী ক্যানাভাসার’ নাটকে অভিনয় করেন প্রদীপ সরকার শ্যামল, আজহারুল হাসান রয়েল, রাশেদুল হাসান ইবনে, প্রবীর দেবনাথ, আজিজুল হক ফারুক, হায়দার আলী ভূঁইয়া, মুখলেছুর রহমান হীরা, জাহাঙ্গীর আলম, মাহমুদুল হাসান রাকিব, সুলতান, সত্যেন্দ্র, সাত্তার, রাজীব, পাপন, চ-ী ও বুলবুল। নির্দেশক প্রদীপ সরকার শ্যামল জানান, এটি ‘কেরামত আলী ক্যানভাসার’ নাটকের ১০ম মঞ্চায়ন। বিপুলসংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন।
×