ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলাঞ্জনা নীলা-পাবেলের ‘সেদিন দু’জনে’

প্রকাশিত: ০৯:২৭, ১ মার্চ ২০২০

নীলাঞ্জনা নীলা-পাবেলের ‘সেদিন দু’জনে’

সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ এক ঘণ্টার নাটক ‘সেদিন দু’জনে’। নাটকটি নির্মাণ করেছেন বিজ্ঞাপন নির্মাতা শারবিয়া খান জাছিম। প্রিয় মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত ‘সেদিন দু’জনে’ নাটকটি শীঘ্রই একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার করা হবে বলে নির্মাতা জানিয়েছেন। নাটকে তিতলী চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা যিনি। তার সঙ্গে জুটি বেধেছেন মঞ্চ অভিনেতা মাহ্মুদ হাসান (পাবেল)। তিনি করেছেন রোহান চরিত্রটি। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪ এর দ্বিতীয় রানার আপ নীলাঞ্জনা নীলা ‘গহীনে বালুচর’ চলচ্চিত্রে কাজ করে আলোচিত হয়েছেন। জুটি ভাবনায় নির্মাতা শাবরিয়া খান বলেন, গল্পটি অন্যরকম যেখানে স্ক্রিনের তারকা প্রয়োজন পড়ে না। চিত্রনাট্য অনুসারে তারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। নীলাঞ্জনা নীলা বলেন, সবাই জানেন আমি বেছে বেছে কাজ করি। তো এটা তেমন একটি বাছা গল্প যেখানে নিজেকে মেলে ধরার সুযোগ ছিল। সম্পাদনা শেষ হলে নাটকটি দেখেছি। দর্শক কাজটিকে মনে রাখবে বলে বিশ্বাস করি। অপরদিকে মাহ্মুদ হাসান (পাবেল) বলেন, মঞ্চে কাজ করেছি এক সময়, এই প্রথম টেলিভিশনের জন্য কাজ করলাম। গল্পটা ভিন্ন রকমের স্বাধ থাকায় রাজি হয়েছি। বাকিটা দর্শক বলতে পারবেন। একদিকে তিতলীর ভালবাসা অপরদিকে শিক্ষিত যুবকের সাবলম্বী হওয়ার স্বপ্ন। এই টানাপোড়েনে গল্পের নায়ক রোহান কি পারবে সাবলম্বী হয়ে ভালবাসার তিতলীকে নিয়ে স্বপ্নের ফানুস ওড়াতে? নাকি দুঃস্বপ্ন এসে ফুটো করে যাবে সেই ফানুসকে, তিতলী কি হবে তার সেই স্বপ্নের পথের সাথী? শাকিব হাসান বাধনের এমন গল্প ভাবনায় নির্মিত হয়েছে একক নাটক ‘সেদিন দু’জনে’।
×