ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৫৮ ভাগ বহুজাতিক কোম্পানির দর কমেছে

প্রকাশিত: ০৯:২৪, ১ মার্চ ২০২০

৫৮ ভাগ বহুজাতিক কোম্পানির দর কমেছে

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে ৭টির বা ৫৮ শতাংশের। অন্যদিকে দর বেড়েছে ৫টি কোম্পানির। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বিএটিবিসির। এই কোম্পানির ৯ দশমিক ১০ শতাংশ দর কমেছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বশেষ ৯৮৬.৪০ টাকা দরে লেনদেন হয়েছে। লাফার্জহোলসিমের ৭ দশমিক ১৬ শতাংশ কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বশেষ ৪৪.১০ টাকা দরে লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ম্যারিকো বাংলাদেশ ৩.১১ শতাংশ দর কমেছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বশেষ ১ হাজার ৬৩০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিঙ্গার বিডির ২ দশমিক ৮৫ শতাংশ, বাটা সু’র ১ দশমিক ৮১ শতাংশ, আরএকে সিরামিসের ১ দশমিক ৩৪ শতাংশ এবং বার্জার পেইন্টেসের দশমিক ৪৫ শতাংশ দর কমেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×