ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে আসছে ডোরড্যাশ

প্রকাশিত: ০৯:২৩, ১ মার্চ ২০২০

শেয়ারবাজারে আসছে ডোরড্যাশ

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ডোরড্যাশ। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির মূল্যমান ১ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। গোপনীয়তার সঙ্গে প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নিবন্ধন করে। সানফ্রান্সিসকোভিত্তিক ডোরড্যাশ শুক্রবার জানায়, কোম্পানি গোপনীয়তার সঙ্গে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নিবন্ধন করেছে। এর ফলে পুঁজিবাজারে প্রবেশের প্রাথমিক কাজ সম্পাদন করা হয়ে গেছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি তার আর্থিক ব্যয় অপ্রকাশিত রেখে কার্যক্রম শুরু করেছে। তবে এখন পর্যন্ত শেয়ারের মূল্য ও সংখ্যা নির্ধারণ করা হয়নি। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রেই দেশটির ৮০ শতাংশ বাড়িতে পৌঁছে দেয় ডোরড্যাশ। ব্যবসার বিস্তার দ্রুত ঘটলেও ব্যবসা পরিচালনার মাঝপথে কিছু ঝামেলার মধ্যেও পড়তে হয়েছে কোম্পানিকে। -অর্থনৈতিক রিপোর্টার
×