ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পোলানস্কি পুরস্কৃত হওয়ায়...

প্রকাশিত: ০৯:০৬, ১ মার্চ ২০২০

পোলানস্কি পুরস্কৃত হওয়ায়...

প্রবীণ চিত্রনির্মাতা রোমান পোলানস্কি ফ্রান্সে সিজার এ্যাওয়ার্ড ভূষিত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত অনেক নারী দর্শক ওয়াকআউট করেছেন। ‘এ্যান অফিসার এ্যান্ড এ স্পাই’ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান পোলনস্কি। শনিবার প্যারিসে সিজার এ্যাওয়ার্ড পদক বিতরণী আয়োজিত হয়। ৮৬ বছর বয়সী ফ্রেঞ্চ-পোলিশ পরিচালক রোমান পোলানস্কির বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি ১৯৭৭ সালে একটি অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ধর্ষণ করেছিলেন। -বিবিসি জেনেভা মোটর শো বাতিল ৯০তম জেনেভা ইন্টারন্যাশনাল মোটর শো (জেআইএমএস) বাতিল করা হয়েছে। করোনাভাইরাস বিস্তার রোধে সুইস সরকার শুক্রবার ১ হাজার লোকের বেশি জন সমাগম হয় এ রকম যে কোন সমাবেশ নিষিদ্ধ করার পর আয়োজনকারী জেআইএমএস আয়োজকরা এ সিদ্ধান্ত নেয়। ৫ থেকে ১৫ মার্চ পর্যন্ত শো হওয়ার কথা ছিল। সাধারণত এই শোতে হাজার হাজার দর্শণার্থীর সমাগম হয়ে থাকে। -এপি
×