ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা মোকাবেলায় তৈরি হচ্ছে মার্কিন স্কুলগুলো

প্রকাশিত: ০৯:০৫, ১ মার্চ ২০২০

করোনা মোকাবেলায় তৈরি হচ্ছে মার্কিন স্কুলগুলো

যুক্তরাষ্ট্রজুড়ে স্কুলগুলো তাদের বিদেশ ভ্রমণ বাতিল করছে। তারা অনলাইনে শিক্ষার প্রস্তুতি নিচ্ছে, এমনকি পারফেক্ট এ্যাটেন্ডেস এ্যাওয়ার্ডের কথাও পুনর্বিবেচনা করছে। করোনাভাইরাস তাদের সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়া শুরু করতে পারে এই ভয়ে তারা এসব পদক্ষেপ নিচ্ছে। এপি। যুক্তরাষ্ট্রে করোনা ছড়িয়ে পড়ার শুরু প্রায় নিশ্চিত ফেডারেল কর্মকর্তাদের এই সতর্কতার পর ডিস্ট্রিকগুলো চলতি সপ্তায় জরুরী পরিকল্পনাগুলো হালনাগাদ করতে তোড়জোড় শুরু করেছে। অনেকেই সম্ভাব্য স্কুল বন্ধের বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন। স্কুলগুলো কয়েক সপ্তাহ বা তার চেয়েও বেশি সময় বন্ধ থাকতে পারে। তারা শিক্ষার্থী, পিতা-মাতা ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক কমাতেও কাজ করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আতঙ্ক কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তবে তিনি বলেছেন, চলতি সপ্তায় স্কুলগুলো সম্ভাব্য করোনার সংক্রমণের বিষয়ে প্রস্তুতি নেবে। যদি যুক্তরাষ্ট্রে করোনা ছড়াতে শুরু করে, স্কুলগুলো বন্ধ করার কোন পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে স্বাস্থ্য ও মানবিক সেবা সেক্রেটারি এ্যালেক্স আজার বলেছেন, প্রত্যেক বিকল্পই টেবিলে রাখা প্রয়োজন। করোনা মোকাবেলায় লোকজনকে বারবার হাত ধুতে, সাবধানতার সঙ্গে হাঁচি ও কাশি সামলানো এবং জ্বর বা অন্য কোন লক্ষণ দেখা দিলে বাড়িতে থাকতে বলা হয়েছে।
×