ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ কলকাতা উপদূতাবাসের

প্রকাশিত: ১২:৪৬, ২৯ ফেব্রুয়ারি ২০২০

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে  অভিনব উদ্যোগ  কলকাতা  উপদূতাবাসের

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে অভিনব উদ্যোগ নিচ্ছেন কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের কর্মকর্তারা। এ প্রথম উপদূতাবাসের কর্তারা কলকাতা থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাতে আসছেন ১ মার্চ। শুক্রবার কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রথম সচিব মোফাকখারুল ইকবাল জানান এ তথ্য। খবর বাংলানিউজের। মোফাকখারুল ইকবাল জানান, কলকাতায় এ মিশন সবদিক থেকে গুরুত্বপূর্ণ। বিদেশের মাটিতে এই মিশনেই প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এ মিশন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর মাজারে গিয়ে পুষ্পামাল্য অর্পণ করে মুজিববর্ষ সূচনা করবে কলকাতায়, এটাই স্বাভাবিক। ১ মার্চ এ মিশন তাই শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর সমাধিতে যাবে। কলকাতার উপদূতাবাস প্রধান তৌফিক হাসানসহ অন্য কর্তারা এতে উপস্থিত থাকবেন। এছাড়া আগামী ১৭ মার্চ উপদূতাবাসের উদ্যোগে কলকাতায় শুরু হবে বছরব্যাপী জাতির পিতার শততম জন্মবার্ষিকীর উদ্যাপনের বিভিন্ন অনুষ্ঠান। কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্রসদনে জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তা শুরু হবে। এসময় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে।
×