ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা বার নির্বাচন

বিপত্তির পর ভোট গণনা শুরু, ফল আজ

প্রকাশিত: ১২:৪৫, ২৯ ফেব্রুয়ারি ২০২০

বিপত্তির পর ভোট  গণনা শুরু,  ফল আজ

কোর্ট রিপোর্টার ॥ ঢাকা আইনজীবী সমিতির ২০২০-২০২১ কার্যনির্বাহী পরিষদ গঠনের নির্বাচনের ভোট গণনা ভোট গ্রহণের ২৮ ঘণ্টা পর শুক্রবার রাত ৯টা থেকে শুরু হয়েছে। দুইদিনব্যাপী এ নির্বাচনে বৃহস্পতিবার বিকেল ৫টায় গ্রহণ শেষ হয়। এরপর শুক্রবার সকাল ৮টা থেকে প্রথমে ভোট বাছাই শেষে ভোট গণনা শুরু করার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শুক্রবার সকাল থেকে সে কার্যক্রম শুরু হয়নি। বাছাই শুরু হয় দুপুর সাড়ে ১২টা থেকে। এরপর বেলা সোয়া ২টা থেকে বিএনপি ও আওয়ামী লীগের প্যানেল থেকে ৩০ জন করে পর্যবেক্ষকের উপস্থিতিতে ভোট গণনা শুরু করতে যায় কমিশন। কিন্তু সাদা প্যানেলের পর্যবেক্ষকদের উপস্থিতি কম থাকায় তা বন্ধ হয়ে যায়। এরপর সিদ্ধান্ত হয় ১০০ জন করে পর্যবেক্ষকের উপস্থিতিতে ভোট গণনা হবে। সে অনুযায়ী উভয় পক্ষের সম্মতিতে শুক্রবার রাত ৯টা থেকে ভোট গণনা শুরু হয়। বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ১৮ হাজার ১৫০ জন ভোটারের মধ্যে দুইদিনে মোট ৯ হাজার ২৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ধারণা করা হচ্ছে, ভোটের ফলাফল আসতে শনিবার সকাল হবে। এ নির্বাচনে প্রথমদিন ৩ হাজার ৭৮০ জন এবং দ্বিতীয় দিন ৫ হাজার ৫১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
×