ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশিত: ১০:৩৯, ২৯ ফেব্রুয়ারি ২০২০

দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ॥ বৃহস্পতিবার ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে ঢাকার সিএমএম আদালত। বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ঢাকা কলেজের অন্তত পাঁচ ছাত্র আহত হন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত পাঁচ শিক্ষার্থী হলো তানভীর, নিহাল, সাফওয়ান, রাহাত ও সোয়াত। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আহত রাগিব নেহাল সিয়ামের পিতা বাবুল সরদার বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আশফাক রাজীব হাসান জনকণ্ঠকে বলেন, গ্রেফতারকৃত তিন জনকে ঢাকার সিএমএম আদালতে সোর্পদ করে প্রত্যেককে তিন দিনের করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়ে দেয়।
×