ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আর্সেনাল-আয়াক্সের বিদায়

প্রকাশিত: ০৯:৪১, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 আর্সেনাল-আয়াক্সের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে উয়েফা ইউরোপা লীগের ফাইনালে খেলেছিল আর্সেনাল। সেই দলটি এবার চলতি আসরের শেষ ষোলোতেই উঠতে পারেনি। শেষ ৩২-এর লড়াই থেকে বিদায়ঘণ্টা বেজেছে গানার্সদের। তেমনি গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে খেলা ডাচ ক্লাব আয়াক্স এবার ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে ব্যর্থ হয়েছে। চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নেয়ার পর আয়াক্স নেমে আসে ইউরোপা লীগে। সেখানেও বেহাল দশা তাদের। আর্সেনালের মতো তারাও শেষ ৩২ থেকে বিদায় নিয়েছে। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে স্প্যানিশ ক্লাব গেটাফেকে ২-১ গোলে হারিয়েও বিদায় নিতে হয়েছে আয়াক্সকে। কেননা ২০ ফেব্রুয়ারি গেটাফের মাঠে তারা হেরেছিল ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে তাই গেটাফের জয় ৩-২ গোলে। আরেক ম্যাচে ঘরের মাঠে হেরে বিদায় নিয়েছে আর্সেনাল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ১-০ গোলে জয় পায় গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। প্রথম লেগে অলিম্পিয়াকোসের মাঠে ১-০ গোলে জিতেছিল আর্সেনাল। যে কারণে দুই লেগ মিলিয়ে ১-১ গোলে সমতা বিরাজ করে। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে ম্যাচের শেষ মিনিটে (১২০ মিনিট) আল-আরাবি গোল করে অলিম্পিয়াকোসকে শেষ ষোলোর টিকেট পাইয়ে দেন। তবে গানার্সদের ইংলিশ প্রিমিয়ার লীগ প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড গোলোৎসব করে শেষ ষোলোতে উঠে এসেছে। দ্বিতীয় লেগের ম্যাচে ক্লাব ব্রুগেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানইউ। দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে এগিয়ে থেকে শেষ ষোলোতে এসেছে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। উত্তর লন্ডন ক্লাবের সঙ্গে পর্তুগীজ ত্রয়ী বেনফিকা স্পোর্টিং, পোর্তো ও সেল্টিকের মতো বড় দলগুলোও বিদায় নিয়েছে এই রাউন্ড থেকে। ম্যানইউ একাদশে প্রথমবার জায়গা পেয়ে উপলক্ষটা স্মরণীয় করেছেন ওডিওন ইঘালো। ধারে চুক্তি করা নতুন স্ট্রাইকার ৩৪ মিনিটে রেড ডেভিলসদের জার্সিতে প্রথম গোল করেন। এর আগে ব্রুগে ডিফেন্ডার সিমন ডেলির লালকার্ডে পাওয়া পেনাল্টি থেকে ২৭ মিনিটে প্রথম গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। গোলরক্ষকের মতো ডাইভ করে ড্যানিয়েল জেমসের শট হাত দিয়ে ফেরান অতিথি সেন্টারব্যাক। স্পট কিক থেকে গোলকিপার সিমন মিগনোলেটকে পরাস্ত করে গোল করেন ফার্নান্দেজ। বিরতির ঠিক আগে দূরপাল্লার শটে স্কোরলাইন ৩-০ করেন স্কট ম্যাকটোমিনে। ব্রাজিলিয়ান ডিমফিল্ডার ফ্রেড শেষদিকে করেন জোড়া গোল। করোনাভাইরাস আতঙ্কে দর্শকশূন্য স্টেডিয়ামে ইন্টার মিলান ২-১ গোলে হারিয়েছে লুডোগোরেটস রাজগ্রাডকে। দুই লেগে ৪-১ গোলে এগিয়ে থেকে শেষ ষোলোতে উঠেছে ইতালিয়ান জায়ান্টরা। ইন্টারের সিরি’এ প্রতিদ্বন্দ্বী এএস রোমা ১-১ গোলে ড্র করেছে কেএএ জেন্টের মাঠে। তবে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে পরের পর্বে উঠেছে রোমা। হতাশাজনক বিদায়ের পর আর্সেনাল কোচ মিকেল আর্টেটা আক্ষেপ প্রকাশ করেন। ম্যাচশেষে গানার্স বস বলেন, এটা নির্মম, চরম হতাশার। কিন্তু একই সঙ্গে আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত। যদি আমরা এই পর্ব পেরিয়ে সামনে যেতে পারতাম তা দুর্দান্ত হতো। খেলোয়াড়রা যেভাবে খেলেছে তাতে তাদের ওপর আমার পুরো আস্থা আছে। কিন্তু ফলাফলটা বেদনাদায়ক। মেনে নেয়া খুব কঠিন।
×