ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাফুফের ভোটের লড়াই ২০ এপ্রিল

প্রকাশিত: ০৯:৪০, ২৯ ফেব্রুয়ারি ২০২০

বাফুফের ভোটের লড়াই ২০ এপ্রিল

জাহিদুল আলম জয় ॥ বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ এপ্রিল বাফুফে ভবনে হবে এবারের নির্বাচন। ওইদিন আগামী চার বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন কাউন্সিলররা। শুক্রবার বাফুফের বর্তমান নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচনের জন্য কমিশনও গঠন করেছে বাফুফে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মেজবাহ উদ্দিন। তার সঙ্গে দু’জন নির্বাচন কমিশনার থাকবেন। তারা হলেন মাহফুজুর রহমান সিদ্দিকী ও মোতাহার হোসেন সাজু। নির্বাচন যতই ঘনিয়ে আসছে নাটকীয়তা ততই বেড়ে চলেছে। এপ্রিল মাসে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এবার ভোটের তারিখও জানা গেল। যে কারণে নির্বাচনকেন্দ্রিক উত্তাপ আরও বেড়ে যাবে এটা বলাইবাহুল্য। অনেক পদে নির্বাচন হলেও মূলত সভাপতি পদ ঘিরেই থাকে সব উন্মাদনা। গত প্রায় আড়াই বছর ধরে শোনা যাচ্ছিল এবারের নির্বাচনে সভাপতি পদে কাজী মোঃ সালাউদ্দিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মোঃ রুহুল আমিন। কিন্তু গত ১৭ ফেব্রুয়ারি তিনি নিজেকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে নেন। তরফদারের পিছুটানে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি বাদল রায়। এ কারণে এখন পর্যন্ত সভাপতি পদে প্রার্থী কাজী সালাউদ্দিন ও বাদল রায়। লম্বা সময় ধরে সভাপতি পদে নির্বাচন করবেন বলে প্রচারণা চালালেও শেষ পর্যন্ত নিজেকে গুটিয়ে নিয়েছেন তরফদার রুহুল। তবে তিনি অন্য পদে নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন আছে। তার এই সিদ্ধান্তের পর বাফুফে নির্বাচন নিয়ে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। এখন গুঞ্জন শুরু হয়েছে, বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন পুনরায় নির্বাচিত হতে যাচ্ছেন কিংবা তাকেও সরে যেতে হতে পারে। সেক্ষেত্রে বাফুফে সভাপতি পদে নতুন মুখের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না বলে অভিমত সংশ্লিষ্টদের। সবমিলিয়ে তরফদার রুহুলের নির্বাচন না করার ঘোষণার পর নানামুখী গুঞ্জনে মুখর হয়ে উঠেছে ফুলবলপাড়া। তরফদার রুহুল আমিন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে দুটি ক্লাবের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ক্লাব দু’টি হচ্ছে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং। এছাড়া তিনি জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের মহাসচিব ও ক্লাব এ্যাসোসিয়েশনের সভাপতি। নির্বাচন না করা প্রসঙ্গে তরফদার রুহুল আমিন বলেছিলেন, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। নির্বাচন সবার গণতান্ত্রিক অধিকার। আমার সংগঠনের কেউ করলেও করতে পারে। আর আমি সভাপতি পদে নির্বাচন না করলেও নির্বাচনী মাঠ ছাড়ছি না। বাফুফের কার্যনির্বাহী কমিটির ১৮তম বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণা করা ছাড়াও অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ কাতার (বাছাইপর্ব)’-এর বাংলাদেশের ম্যাচের সূচী প্রকাশ। আফগানিস্তানের বিরুদ্ধে ২৬ মার্চ নিজেদের মাঠে খেলবে বাংলাদেশ। এছাড়া কাতারের বিরুদ্ধে এ্যাওয়ে ম্যাচ খেলবে ৩১ মার্চ। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু হবে ১৫ মার্চ।
×