ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এখনও প্রাইজমানি পরিশোধ করেনি চট্টগ্রাম আবাহনী!

প্রকাশিত: ০৮:২৫, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 এখনও প্রাইজমানি পরিশোধ করেনি  চট্টগ্রাম আবাহনী!

স্পোর্টস রিপোর্টার ॥ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে চ্যাম্পিয়ন দল মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসির পাওনা পরিশোধ না করায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। তবে কেন প্রাইজমানি দিচ্ছে না আসরের আয়োজক চট্টগ্রাম আবাহনী লিমিটেড তা নিয়ে কথা বলতে রাজি হচ্ছেন না কেউই। মধ্যস্থতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এগিয়ে এলেও সেই ডাকে এখনও সাড়া দেয়নি ক্লাব কর্তৃপক্ষ। এদিকে আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রাইজমানি দেয়া নিয়ে গড়িমসি করায় বহির্বিশ্বে ক্ষুণœ হচ্ছে দেশের সুনাম। এমনটাই মত ক্রীড়া সংশ্লিষ্টদের। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে চ্যাম্পিয়ন দলের পাওনা পরিশোধ না করাটা মোটামুটি অভ্যাসে পরিণত হচ্ছে দেশের ফুটবলে। এর আগে এমন নেতিবাচক কাজ করেছিল খোদ বাফুফে। এবার তাদের অনুসরণ করছে চট্টগ্রাম আবাহনী। গত বছরের অক্টোবরে (১৯-২৯) শেষ হয় শেখ কামাল ক্লাব কাপের তৃতীয় আসর। এরপর মাস চারেক সময় পেরিয়ে গেলেও চ্যাম্পিয়ন তেরেঙ্গানু এফসির ৫০ হাজার মার্কিন ডলার এখনও দেয়নি আয়োজকরা। বারবার চেয়ে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে তাই বাফুফের দ্বারস্থ হয়েছে মালয়েশিয়ান ক্লাবটি। এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা চট্টগ্রাম আবাহনীকে লিখিত অভিযোগ জানিয়েছি। চট্টগ্রাম আবাহনী ক্লাবের মহাপরিচালকের সঙ্গে কথাও বলেছি টাকা পরিশোধের বিষয়ে।’ যে কোন আন্তর্জাতিক আসরের সঙ্গে জড়িয়ে থাকে দেশের ভাবমূর্তি। শেখ কামাল ক্লাবকাপও তার ব্যতিক্রম নয়। তাই টুর্নামেন্টটির প্রাইজমানি দেয়া নিয়ে আয়োজকদের এমন গড়িমসির ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে বলে মত ক্রীড়া সংশ্লিষ্টদের। তারা বলেন, যাদের নামে টুর্নামেন্টটি হয় তারা তো দেশের আইকনিক ব্যক্তিত্ব। সে জায়গা দিয়ে দেখলে বিষয়টিতে তাদের জন্য অসম্মানের। এতে করে দেশের সম্মান নষ্ট হয়। এদিকে তেরেঙ্গানু এফসির পাওনা পরিশোধে কেন কালক্ষেপণ করছে চট্টগ্রাম আবাহনী? বিষয়টি জানতে চাইলে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি ক্লাবটির কোন কর্তা। গরমিল অবশ্য আরও আছে। গত মাসে শেষ হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাইজমানি এখনও চ্যাম্পিয়ন ফিলিস্তিনকে পরিশোধ করেনি দেশীয় ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফে। ২০১৬ আসরের প্রাইজমানি তিন বছর পর পেয়েছিল চ্যাম্পিয়ন নেপাল। পাওনা টাকা নিয়ে বাফুফের গড়িমসি এএফসি পর্যন্ত গড়িয়েছিল। আবারও বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাইজমানি নিয়ে বাফুফের গাফিলতি। সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও রানার্সআপ বুরুন্ডি দলের টাকা বকেয়া আছে এখনও। শুরু থেকে ফিলিস্তিনই ছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের টপ ফেবারিট। এই আসরে ফিলিস্তিন হলো প্রথম দল যারা টানা দুবার জিতল এই টুর্নামেন্ট। এর আগে ২০১৮ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। সেবার ফিলিস্তিন ফাইনালে হারের স্বাদ দিয়েছিল মধ্য এশিয়ান দেশ তাজিকিস্তানকে। ১৯৯৭ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল মালয়েশিয়া লাল এবং ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল মালয়েশিয়া অনুর্ধ-২২ দল।
×