ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনাবন্দী চীনাদের একাকিত্ব কাটানোর সঙ্গী নেট

প্রকাশিত: ০৭:৪৫, ২৯ ফেব্রুয়ারি ২০২০

  করোনাবন্দী  চীনাদের একাকিত্ব কাটানোর সঙ্গী নেট

চীনে করোনাভাইরাসের কারণে বাড়িতে আটক লাখ লাখ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠান তাদের ক্রেতা ও খদ্দেরদের জড়িত ও সম্পৃক্ত রাখার জন্য বিভিন্ন উপায় বেছে নিচ্ছে। ভাইরাসটির মূল স্থল হুবেই প্রদেশে অন্তত ৫ কোটি লোক তাদের আবাসিক পাড়ায় ও গ্রামগুলোতে অবস্থান করার জন্য কঠোর পরামর্শাধীন রয়েছে। ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখার জন্য কড়াকড়ি আরোপে প্রায় ৫০ কোটি লোক আক্রান্ত হবে বলে একবার বলা হয়েছিল। বিবিসি। অনেকেই তাদের একঘেয়েমিজনিত ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য ইন্টারনেটের দিকে ঝুঁকেছে। পেপারয়ের সংবাদে বলা হয়েছে, সামাজিক মিডিয়া সাইট ওয়েইবোতে ‘বোরিং’ শব্দটির জন্য সার্চারদের সংখ্যা ২৬ জানুয়ারি ৬শ’ ২৬ শতাংশ বেড়েছে এবং বাসস্থানে একঘেয়েমিজনিত ক্লান্তি হলে কীভাবে সময় কাটানো যায় সে বিষয়ে ওয়েবসাইটে নতুন ধারার সূচনাও হয়েছে। শিল্প বাণিজ্য উদ্যোক্তারা উপলব্ধি করা শুরু করেছেন, তাদের ক্রেতাদের সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখার উপায় রয়েছে। ঠিক এখনি চীনে বেশ কিছু সংশ্লিষ্ট পদ্ধতির ব্যবহার হচ্ছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ায় সহায়ক হতে পারে এ আশঙ্কায় চীনে জিমগুলো বন্ধ করে দেয়া হয়েছে। কিছু সংখ্যক জিমে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। তাই তাদের সুবিধা গ্রহণকারীরা বাড়িতে তাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে সমর্থ হচ্ছে। সাংহাইয়ে এফ ফর্টিফাইভের জেনারেল ম্যানেজার লাউরেন হোগ্যান বিবিসিকে বলেছেন, তার জিমগুলো চীনে জনপ্রিয় মেসেজিং এ্যাপ উইচ্যাটয়ে শরীরচর্চার জন্য প্রস্তাব দিচ্ছে। চ্যাটে বলা হয়, তারা বেশ কিছু এক্সারসাইজশিট তৈরি করেছেন এবং ভিডিও ধারণ করছেন। এগুলোতে বেশ কিছু মজাও রয়েছে। হোগ্যান বলেন, ভিডিওগুলো লোকদের কথা বলতে সহায়ক ভূমিকা পালন করে এবং তারা বুঝতে পারে, তাদের জন্য একটা উৎস রয়েছে। বিষয়টা ক্রেতাদের কাছে বেশ প্রশংসনীয় হয়ে উঠেছে। তিনি বলেন, আপনারা যারা বার্তা দিচ্ছেন এবং গ্রুপ চ্যাটসেও যারা বার্তা দিচ্ছেন তাদের প্রতি আমাদের ধন্যবাদ। আমাদের এ উদ্যোগের জন্য জনগণ আনন্দিত ও কৃতজ্ঞ। রয়টার বলেছে, নৈশক্লাবগুলো বন্ধ রয়েছে এবং কিছুদিনের জন্য সঙ্গীত কর্মসূচী বাতিল করা হয়েছে। চীনে বেশ কিছু ডিজে ক্লাব ও ক্লাউড ক্লাব বা ছায়াচ্ছন্ন ক্লাবে পরিণত হচ্ছে। ক্লাউড ক্লাবে খদ্দেররা লাইভ ডিজে সেট দেখতে পারে এবং তারা ক্লাবে তাদের অনুভূতি জানিয়ে মেসেজ পাঠাতে পারে। ক্লাউড ক্লাবের অনুষ্ঠানগুলো সাধারণত চীনের টিকটক ডাউইনের মতো এ্যাপসে দেয়া হয়। টিএএক্সএক্স সাংহাই এমন একটি ক্লাব যেখানে ক্লাউড ক্লাবিং অনুষ্ঠানের জন্য চাহিদা অনুযায়ী সুবিধা দেয়া হয়। টিএএক্সএক্স সাংহাইয়ের ব্যবস্থাপক রুয়ান লিয়াংলিয়াং সিক্স টোনকে বলেছেন, সম্প্রতি আমাদের সুহৃদ ও খদ্দেরদের মধ্যে অনেকেই বলেছেন যে, তারা ঘরে আবদ্ধ জীবনে হাঁপিয়ে উঠেছেন। তাই আমরা তাদের উদ্বেগ হ্রাসে তাদের জন্য আনন্দদায়ক সঙ্গীতানুষ্ঠান লাইভ সম্প্রচারের পরিকল্পনা নিয়েছি। চীনের কয়েকটি শহরে সম্প্রতি অনুষ্ঠিত এক স্বাধীন সঙ্গীত উৎসব স্ট্রবেরি মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। ফেস্টিভ্যালে প্রতিষ্ঠানের নিজস্ব ইনডোর সঙ্গীত উৎসব ‘হাই’ থাই এ্যাম অলসো এট হোম’ - এর আয়োজন করা হয়। পাঁচ দিনব্যাপী এ উৎসবে অনেক সঙ্গীতের ফিচার প্রদর্শিত হয়েছে। প্রদর্শনগুলো পূর্ব ধারণকৃত হলেও দর্শকরা সঙ্গীত নিয়ে আলোচনা করতে পেরেছে। এখানে বইয়ের দোকানও ছিল। এগুলো অনলাইন বুক শোপিস ইন্ডাস্ট্রির জন্য দ্বিগুণ আঘাতস্বরূপ হয়ে উঠেছে।
×